অ্যাপসের মাধ্যমে ডেঙ্গু রোগীর চিকিৎসা হবে

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ৫, ২০২৩, ০৬:৪৭ পিএম

অ্যাপসের মাধ্যমে ডেঙ্গু রোগীর চিকিৎসা হবে

সংগৃহীত ছবি

বাংলাদেশ স্বাস্থ্যসেবায় অনেকদূর এগিয়ে গিয়েছে। এজন্য যে কোন সমস্যা মোকাবেলায় আমরা বহুমুখী উদ্যোগ নিয়ে থাকি। এরই পরিপ্রেক্ষিতে ডেঙ্গুড্রপস অ্যাপসের মাধ্যমে ডেঙ্গু রোগীদের চিকিৎসা ব্যবস্থা আরও দ্রুত ও নির্ভূলভাবে হবে। মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজে ডেঙ্গু রোগীদের চিকিৎসায় ‘ডেঙ্গুড্রপস’ অ্যাপসের উদ্বোধনকালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ কথা বলেন।


তিনি আরও বলেন, করোনা মহামারী আমরা খুব ভালভাবে সামাল দিয়েছি। আমাদের স্বাস্থ্যসেবা উন্নত হওয়ার পাশাপাশি গবেষণার ক্ষেত্রে আমাদের জোর প্রদানের ফলে এটা সম্ভব হয়েছে। আগামীতে আমাদের প্রযুক্তি ব্যবহার করেই অনেক দেশ চিকিৎসা প্রদান করবে।
অনুষ্ঠানে বুয়েটের সহযোগী অধ্যাপক তওফিক হাসান এই অ্যাপস নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এখানে এই অ্যাপস ঠিক কিভাবে ও দ্রুততার সাথে কাজ করে সে বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাসার মোহাম্মদ খুরশীধ আলম, বুয়েটের বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ তারিক আরাফাত।

Link copied!