‘সিটি অব হোপ’ নামে যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ ক্যানসার গবেষণা ও চিকিৎসাকেন্দ্রের একদল গবেষক জানিয়েছেন, তারা এমন এক ঔষধ আবিষ্কার করেছেন যা ক্যানসারের টিউমার ‘মেরে ফেলতে’ পারবে। তাদের আবিষ্কৃত ঔষধটির শক্তিতে সলিড ক্যানসার সেরে যেতে পারে নির্দিষ্ট কেমোথেরাপির মাধ্যমে।
ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।
গবেষণা প্রতিবেদনের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ‘এওএইচ ১৯৯৬’ নামের ঔষধটি ক্যানসারজাতীয় প্রোলিফারেটিং সেল নিউক্লিয়ার অ্যান্টিজেন (পিসিএনএ) নামে একটি প্রোটিনের বিরুদ্ধে সরাসরি কাজ করে। এই প্রোটিনটি টিউমার বড় হওয়া ও ডিএনএ রেপ্লিকেশনের পথে কাজ করে থাকে।
অতীতে ‘অনিরাময়যোগ্য’ ছিল এই পিসিএনএকে। গত দুই দশক ধরে এটি নিয়ে কাজ চলছে এবং আশানুরূপ ফল পাওয়া গেছে। ঔষধটি সরাসরি কাজ করছে বুক, প্রস্টেট, মাথা, ওভারিয়ান, সার্ভিক্যাল, ত্বক ও ফুসফুসের ক্যানসারের বিরুদ্ধে।
সেল ক্যামিক্যাল বায়োলজিতে প্রকাশিত এক গবেষণাপত্রে দেখা গেছে, ৭০টি ক্যানসার সেল লাইনের ওপর এটি কাজ করছে।
সাধারণ কোষ বিভাজনের প্রক্রিয়ায় বাধা প্রদান করে তাই ‘এওএইচ ১৯৯৬’ সরাসরি ক্যানসার সেল ধ্বংস করছে বলে দাবি করছেন গবেষকরা। এবার অপেক্ষা চলছে মানুষের শরীরে ঔষধটির ক্লিনিক্যাল ট্রায়ালের।