হাসপাতালে ডেঙ্গুতে ভর্তি লাখ ছাড়াল

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২২, ২০২৩, ১২:৫৩ এএম

হাসপাতালে ডেঙ্গুতে ভর্তি লাখ ছাড়াল

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

ডেঙ্গুতে ২৪ বছরের মধ্যে সর্বোচ্চ শনাক্ত ও মৃত্যুর রেকর্ড হয়েছে গত ২৪ ঘণ্টায়। হাসপাতালে ২ হাজার ১৯৭ জন ভর্তির মাধ্যমে লাখ ছাড়িয়েছে হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা। আর মোট মৃত্যু দাঁড়ালো ৪৮৫ জনে। সোমবার (২১ আগস্ট) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে এ বছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ২ হাজার ১৯১ জন। তাদের মধ্যে ঢাকার ৪৯ হাজার ৩২৮ জন এবং ঢাকার বাইরের ৫২ হাজার ৮৬৩ জন।

দেশে ২০০০ সালে প্রথম ডেঙ্গু রোগীর তথ্য সংরক্ষণ শুরু হয়। সে বছর ৯৩ জন ডেঙ্গুতে মারা যান, শনাক্ত হয়েছিলেন ৫ হাজার ৫৫১ জন।

এরপর ২০১৯ সালে সর্বোচ্চ ১ লাখ ১ হাজার ৩৫৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিল এবং সর্বোচ্চ ২৮১ জনের মৃত্যু হয়েছিল ২০২২ সালে।

স্বাস্থ্য অধিদপ্তর ও আইইডিসিআরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সরকারি পরিসংখ্যান গত ২৪ বছরের সব রেকর্ড ভেঙে দিয়েছে।

 

Link copied!