এক সাথে চার সন্তানের জন্ম দিয়ে আনন্দের বদলে দুশ্চিন্তায় রোমানা!

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১১, ২০২৩, ০৩:০৩ এএম

এক সাথে চার সন্তানের জন্ম দিয়ে আনন্দের বদলে দুশ্চিন্তায় রোমানা!

এক সন্তান মায়ের কোল জুড়ে এলে সেই পরিবারে আনন্দের বন্যা বয়ে যায়। সেখানে একসাথে  চার শিশুর জন্ম দিয়েছেন রোমানা ইসলাম। কিন্তু আনন্দের বদলে এখন দুশ্চিন্তায় সময় পার করছেন তিনি এবং তার পরিবার। আজ সোমবার সকালেই তিনি জন্ম দিয়েছেন একে একে চার সন্তান। সিজারিয়ান সেকশন অপারেশনের মাধ্যমে ওই চার নবজাতকের দুটি ছেলে এবং দুটি মেয়ে। 

নির্দিষ্ট সময়ের আগেই শিশু চারটি জন্ম নেওয়ায় তাদের রাখা হয়েছে আইসিইউতে। প্রতিদিন ৪০ হাজার টাকা চিকিৎসা ব্যয় ভার বহন করা নিয়ে বিপাকে পরেছে দরিদ্র কৃষক পরিবারের গৃহবধু রোমানা। দরিদ্র কৃষক পরিবারের এই গৃহবধু হাসপাতালের বিল নিয়ে দুশ্চিন্তায় আর সন্তানের জন্য আনন্দও করতে পারছেন না।

রোমানার বাড়ি মানিকগঞ্জের শিবালয় উপজেলায়। জেলার ঘিওর বেসরকারি মুন্নু মেডিক্যাল কলেজ হাসপাতালেই তিনি জন্ম দেন সন্তানদের।  
নবজাতকদের বাবা নয়ন শেখ বলেন, শিবালয় উপজেলার ধামধরা গ্রামের দরিদ্র কৃষক পরিবারের সন্তান তিনি। গত দুই বছর আগে রোমানা ইসলামকে বিয়ে করেন। চার সন্তানের জন্মের খবরে পরিবার ও আত্নীয় স্বজন সবাই খুশি। কিন্তু এখন সেই খুশি দুচিন্তায় পরিণত হয়েছে। নিদিষ্ট সময়ের আগেই অপরিপক্ক চার বাচ্চা জন্ম নেওয়ায় বর্তমানে বাচ্চাদের রাখা হয়েছে আইসিইউতে। প্রতিদিন এখন থেকে একেক নবজাতকের ১০ হাজার টাকা করে সর্বমোট ৪০ হাজার টাকা খরচ হবে। 

মোটা অঙ্কের চিকিৎসা ব্যয়ভার দরিদ্র কৃষক পরিবারের সন্তান নয়ন ও তার পরিবারের পক্ষে বহন করা সম্ভব না বলে জানান তিনি। এজন্য সরকারি সাহায্যের পাশাপাশি বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন নয়ন শেখ। 

মুন্নু মেডিক্যাল কলেজ হাসপাতালের রেসিডেন্ট ফিজিশিয়ান ডা. আবু সাঈদ মো. আছলাম বলেন, ৩৪ সপ্তাহে বাচ্চা জন্ম নেওয়ায় নবজাতগুলোকে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাদের একসপ্তাহ থেকে ১৫ দিন আইসিইউতে রাখা লাগতে পারে। 
ডা. সাঈদ আরও বলেন, খুশির কথা হল নবজাতকদের মা রোমানা ইসলাম সুস্থ আছেন।

Link copied!