দেশে করোনাভাইরাস সংক্রমণের অবস্থা ধীরে ধীরে উন্নতির দিকে যাওয়ার পাশপাশি ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার সংখ্যাও কমতে শুরু করেছে। বেশ কয়েকদিন ধরে ডেঙ্গু আক্রান্তদের সংখ্যা দুইশোর উপরে থাকলেও এ সংখ্যা এখন নিচে নামতে শুরু করেছে।
শনিবার (০২ অক্টোবর) গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে আরও ১৮৮ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এসব রোগীর বেশিরভাগই রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। রাজধানীর বাইরে বিভিন্ন জেলার হাসপাতালে ভর্তি হয়েছেন ৩০ জন।
শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের বিবৃতিতে বলা হয়, (০২ অক্টোবর) গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন ভর্তি হওয়া ১৮৮ জন ডেঙ্গু রোগীর মধ্যে রাজধানীতেই রয়েছেন ১৫৮ জন। অন্য ৩০ জন রাজধানীর বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিবৃতিতে আরও বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে সর্বমোট এক হাজার ৪ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার ৪৫টি সরকারি-বেসরকারি হাসপাতালে ৭৯৪ জন ও অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমোট ২১০জন রোগী ভর্তি রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ১৮ হাজার ৫৫০ জন। একই সময়ে তাদের মধ্য থেকে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ হাজার ৪৭৮ জন রোগী।
সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানিয়েছে, চলতি বছরের প্রথম সাত মাসে ১২ জনের মৃত্যু হলেও পরের এক মাসেই (আগস্ট) ৩৪ জনের মৃত্যু হয়। এমনকি সেপ্টেম্বরের এ পর্যন্ত ২২ জনের মৃত্যু নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর। সব মিলিয়ে ডেঙ্গুতে চলতি বছর ৬৮ জনের মৃত্যু হয়েছে।