করোনায় একদিনে রেকর্ড ১১২ জনের মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৯, ২০২১, ০৪:৫২ পিএম

করোনায় একদিনে রেকর্ড ১১২ জনের মৃত্যু

দেশে গত একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১১২ জনের মৃত্যু হয়েছে। যা এখন পর্যন্ত একদিনে করোনায় মৃত্যুর নতুন রেকর্ড। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ১০ হাজার ৪৯৭ জন হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ৪ হাজার ২৭১ জন। সব মিলিয়ে এপর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৭ লাখ ২৩ হাজার ২২১ জনে দাঁড়িয়েছে।

সোমবার (১৯ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে দেশের করোনা পরিস্থিতি নিয়ে সবশেষ এ তথ্য জানানো হয়।

এর আগে গত ১৬ ও ১৭ এপ্রিল টানা দু’দিনই করোনায় শতাধিক (১০১জন) মানুষের মৃত্যু হয়। আর ১৮ এপ্রিল করোনায় মারা যান তার চেয়েও একজন বেশি অর্থাৎ ১০২ জন। যা সেদিন পর্যন্ত দেশে করোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছিলো।

গত ৭ এপ্রিল দেশে একদিনে ৭ হাজার ৬২৬ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়। যা দেশে একদিনে করোনা শনাক্তে সর্বোচ্চ রেকর্ড। আর গত ৬ এপ্রিল একদিনে করোনা শনাক্ত হয়েছিল ৭ হাজার ২১৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।

Link copied!