চলতি মাসেই বুস্টার ডোজ, ‘ফ্রন্টলাইনাররা’ পাবেন অগ্রাধিকার: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ১৪, ২০২১, ০৪:০৯ এএম

চলতি মাসেই বুস্টার ডোজ, ‘ফ্রন্টলাইনাররা’ পাবেন অগ্রাধিকার: স্বাস্থ্যমন্ত্রী

চলতি ডিসেম্বর মাসের মধ্যেই করোনাভাইরাসের বুস্টার ডোজ বা তৃতীয় ডোজ দেওয়ার প্রস্তুতি চলছে বলে  জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।বুস্টার ডোজ কর্মসূচিতে ষাট বছরের বেশি বয়সী এবং সম্মুখসারির কর্মীরা অগ্রাধিকার পাবেন বলেও তিনি জানান।

সোমবার (১৩ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

‘বুস্টারের সিদ্ধান্ত আমরা নিয়েছি, বুস্টার আমরা দেব’ উল্লেখ করে  স্থাস্থ্যমন্ত্রী বলেন, “ যারা ষাটোর্ধ্ব ব্যক্তি, ফ্রন্টলাইন ওয়ার্কার যারা আছে, তাদেরকে দেওয়ার পরিকল্পনা নিয়েছি। সুরক্ষা অ্যপে কিছু আপডেট করতে হবে। আমরা আশা করছি এ মাসেই কাজ শুরু করতে পারব।”

বুস্টার ডোজের পাশাপাশি এখনও যারা টিকার আওতার বাইরে রয়েছেন, তাদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়া হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

জাহিদ মালেক বলেন, “আমাদের প্রায়োরিটি হচ্ছে যারা এখনও এক ডোজও পায়নি তারা। পাশাপাশি যারা বয়স্ক, তাদেরকে দেওয়া হবে বুস্টার।”

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “এ পর্যন্ত ১১ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে। এ মাসে আরও দেড় থেকে দুই কোটি টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে। হাতে প্রায় চার কোটি টিকা আছে। আজকেও যুক্তরাজ্য থেকে ৪০ লাখ ডোজ টিকা পাওয়া যাবে। টিকার কোনো অসুবিধা নেই।”

করোনার নতুন ধরন অমিক্রনের বিষয়ে সাংববাদিকদের এক প্রশ্নের জবাবে জাহিদ মালেক আরও বলেন, “যে দুজনের শরীরে অমিক্রন শনাক্ত হয়েছিল, তাঁরা এখন ভালো আছেন। সুস্থ আছেন। তৃতীয় কোনো ব্যক্তির শরীরে অমিক্রন শনাক্ত হয়নি।”

Link copied!