রাজধানীর ডেঙ্গু রোগীর ৮০ শতাংশই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার বলে স্বাস্থ্য অধিদপ্তর যে তথ্য দিয়েছে তা সঠিক নয় বলে জানিয়েছেন সিটির মেয়র শেখ ফজরে নূর তাপস।
বুধবার (১১ আগস্ট) সকালে খিলগাঁওয়ে বর্জ্য স্থানান্তর কেন্দ্র উদ্বোধন করে ডিএসসিসি মেয়র এ কথা বলেন।
মেয়র তাপস বলেন, ৮০ ভাগ ডেঙ্গু রোগী ঢাকা দক্ষিণে যে তথ্য দেওয়া হচ্ছে তা পুরোপুরি সঠিক নয়৷ ঢাকার বাইরে আক্রান্ত হয়ে দক্ষিণের ঠিকানা দিচ্ছে সাধারণ মানুষ।‘
এসময় তিনি ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ার জন্য নগরবাসীর অসচেতনার কথা উল্লেখ করেন। এ প্রসঙ্গে ডিএসসিসি মেয়র বলেন, চলমান অভিযানের মধ্যে দিয়ে রোগীর সংখ্যা কমে আসবে। চলমান এই ডেঙ্গু বিরোধী অভিযান আগামী ১৮ তারিখ পর্যন্ত চলবে।’
ডেঙ্গু রোগের জীবাণু ছড়ানোর জন্য দায়ী এডিস মশা নিয়ন্ত্রণে নগরবাসীর কাছে সহায়তা চান ফজলে নূর তাপস৷