দেশে একদিনে ১ কোটি ২০ লাখ টিকা দেওয়ার রেকর্ড

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ২৭, ২০২২, ০৮:৪৮ পিএম

দেশে একদিনে ১ কোটি ২০ লাখ টিকা দেওয়ার রেকর্ড

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে টিকার প্রথম ডোজের বিশেষ ক্যাম্পেইনে গতকাল শনিবার একদিনে ১ কোটি ২০ লাখ মানুষকে টিকা দেওয়ার রেকর্ড হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

এই বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি মানুষকে টিকার আওতায় আনা সম্ভব হয়েছে বলেও তিনি জানান।

রবিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৪২তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে নিয়োগ পাওয়া চিকিৎসকদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে অংশ নিয়ে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান।

জাহিদ মালেক বলেন, “গতকাল শনিবার সব মিলিয়ে আমরা ১ কোটি ২০ লাখ মানুষকে টিকা দিতে পেরেছি। এর মধ্য ১ কোটি ১১ লাখ লোককে প্রথম ডোজ দেওয়া হয়েছে। সব মিলিয়ে মোট জনসংখ্যার ৭৩ শতাংশ মানুষকে টিকা দেওয়া হলো।”

তিনি আরওে জানান, “সারাদেশে তৃতীয় দিনের মত আগামীকাল সোমবারও বিশেষ ক্যাম্পেইনের আওতায় করোনার প্রথম ডোজ প্রদান কার্যক্রম চলবে ২৮ হাজার টিকাদান কেন্দ্রে।”

প্রসঙ্গত, করোনার টিকার প্রথম ডোজ দিতে বিশেষ ক্যাম্পেইনের দ্বিতীয় দিনে রাজধানীর বিভিন্ন কেন্দ্র টিকা প্রত্যাশী মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।  উৎসাহী জনগণ করোনার প্রথম ডোজের টিকা নিতে সেই ভোর থেকে লম্বা লাইনে দাঁড়ান।

Link copied!