দেশে ডেঙ্গু রোগী ছাড়াল ১৮ হাজার

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ২৯, ২০২১, ০৬:৫৭ পিএম

দেশে ডেঙ্গু রোগী ছাড়াল ১৮ হাজার

মহামারি করোনাভাইরাসের প্রকোপ দিন দিন কমে আসলেও দেশে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। বিশেষ করে রাজধানী ঢাকায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। অনেককে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে। আইসিইউতেও নিতে হচ্ছে কোনো কোনো রোগীকে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) গত ২৪ ঘন্টায় সারাদেশে এডিস মশার কামড়ে ২১৯ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত ১৮ হাজার ৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আর এ পর্যন্ত ৬৭ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশ হওয়া বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বুধবার গত চব্বিশ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২১৯ জনের মধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে ১৭৪ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ৪৩ জন ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১৮ হাজার ৭ জনের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ হাজার ৯৫৭ জন। বর্তমানে ভর্তি রয়েছে ৯৮৩ জন। তাদের মধ্যে ঢাকার ৪৫টি সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ৭৭৬ ডেঙ্গু রোগী। অন্য ২০৭ ডেঙ্গু রোগী দেশের ঢাকার বাইরের সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন।

এদিকে, সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানিয়েছে, ডেঙ্গু উপসর্গ নিয়ে চলতি বছর ৬৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চলতি মাসেই মৃত্যু হয়েছে ২১ জনের। গত আগস্টে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যায় ৩৪ জন। তবে এর আগের সাত মাসে মৃত্যু হয় মাত্র ১২ জনের।

Link copied!