নিপাহ ভাইরাস: খেজুরের কাঁচা রস খাবেন না, অনুরোধ স্বাস্থ্যমন্ত্রীর

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২৯, ২০২৩, ১০:০০ পিএম

নিপাহ ভাইরাস: খেজুরের কাঁচা রস খাবেন না, অনুরোধ স্বাস্থ্যমন্ত্রীর

দেশে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ ভাইরাস ঠেকাতে খেজুরের কাঁচা রস পান না করার অনুরোধ জানিয়েছেন তিনি।

রবিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে আয়োজিত নিপাহ ভাইরাস বিষয়ক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানানোর পাশাপাশি ওই অনুরোধ জানান।

সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “ এখন পর্যন্ত সারা দেশে নিপাহ ভাইরাসে আক্রান্ত আট রোগীর মধ্যে পাঁচজনই মারা গেছেন। এর কোনো ওষুধ নেই। এ জন্য দেশবাসীকে শীতকালীন খেজুরের রস খাওয়ার ব্যাপারে আরো বেশি সচেতন হতে হবে।”

সংক্রমিত ও মৃতদের বেশির ভাগই রাজশাহী বিভাগের উল্লেখ করে জাহিদ মালেক বলেন, “আক্রান্তদের প্রত্যেককেই চিকিৎসার আওতায় আনা হয়েছে। নিপাহ ভাইরাসে আক্রান্তদের মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।” এ হাসপাতালে আলাদা আইসিইউ ইউনিট তৈরি করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

খেজুরের কাঁচা রস না খাওয়ার অনুরোধ জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “খেজুরের কাঁচা রস খেলে নিপাহ ভাইরাস হয়। অনেকেই সেটা খাচ্ছেন। এ ছাড়া যে ফলের কিছু অংশ পাখি খেয়ে ফেলে, সেই আধা খাওয়া ফলও খাওয়া যাবে না।

ভাইরাসজনিত এই রোগ যাতে না বাড়ে সেই চেষ্টা চলছে। পাশাপাশি জনসচেতনতা তৈরিতে টেলিভিশন এবং পত্রিকায় নিপাহ ভাইরাস নিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে বলেও সংবাদ সম্মেলনে জানান স্বাস্থ্যমন্ত্রী।

Link copied!