নিবন্ধন ৪৯ লাখ, টিকা নিলেন প্রায় ৩৭ লাখ মানুষ

নিজস্ব প্রতিবেদক

মার্চ ৭, ২০২১, ০১:৪৪ এএম

নিবন্ধন ৪৯ লাখ, টিকা নিলেন প্রায় ৩৭ লাখ মানুষ

দেশব্যাপী টিকাদান কর্মসূচির শুরুর পর এপর্যন্ত প্রায় ৩৭ লাখ মানুষ স্বতঃস্ফূর্তভাবে করোনার টিকা নিয়েছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে এ পর্যন্ত করোনার টিকা নিয়েছেন ৩৬ লাখ ৮২ হাজার ১৫২ জন। এদের মধ্যে ২৩ লাখ ৫৫ হাজার ৪২৩ জন পুরুষ এবং ১৩ লাখ ২৬ হাজার ৭২৯ জন নারী টিকা নিয়েছেন।

এছাড়া টিকাগ্রহণের পর এ পর্যন্ত মোট ৮২৫ জনের শরীরে সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে। তবে তা জটিল নয় বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

দেশে টিকা নেয়ার জন্য এপর্যন্ত মোট নিবন্ধন করেছেন ৪৯ লাখ ২ হাজার ৯৪৮ জন।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিবৃতিতে সর্বশেষ টিকাদান পরিস্তিতি নিয়ে এসব তথ্য জানানো হয়। গত ৭ ফেব্রুয়ারি দেশব্যাপী টিকাদান কর্মসূচি শুরু পর প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই কার্যক্রম চলছে।

বিবৃতিতে বলা হয়, শুক্রবার সারাদেশের ১ হাজার ৫টি কেন্দ্র টিকা নিয়েছেন ১ লাখ ৯৮৩ জন। তাদের মধ্যে ৬১ হাজার ৩৫৪ জন পুরুষ, আর নারী ৩৯ হাজার ৬২৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, সারাদেশে টিকা মোট টিকা নেওয়া ৩৬ লাখ ৮২ হাজার ১৫২ জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন ১১ লাখ ৫০ হাজার ২৫৪ জন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ৭ লাখ ৮৬ হাজার ২৫৪ জন, খুলনা বিভাগে ৪ লাখ ৭০ হাজার ৪৬৪ জন, রাজশাহী বিভাগে ৩ লাখ ৯৯ হাজার ৪৩৫জন, রংপুর বিভাগে ৩ লাখ ৩৬ হাজার ১২৯ জন, সিলেট বিভাগে ২ লাখ ১৫ হাজার ১৭৭ জন, বরিশাল বিভাগে ১ লাখ ৬৯ হাজার ৩৫৫ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ লাখ ৫৫ হাজার ৮৪ জন টিকা নিয়েছেন।

Link copied!