বঙ্গভ্যাক্সের করোনার টিকা মানবদেহে পরীক্ষার অনুমোদন

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১৭, ২০২২, ০৬:২৮ পিএম

বঙ্গভ্যাক্সের করোনার টিকা মানবদেহে পরীক্ষার অনুমোদন

বাংলাদেশের গ্লোব বায়োটেকের তৈরি করা করোনাভাইরাসের টিকা বঙ্গভ্যাক্স মানুষের শরীরে পরীক্ষামূলক প্রয়োগের অনুমতি দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।

রবিবার অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. ইউসুফ স্বাক্ষরিত চিঠিতে মানুষের শরীরে পরীক্ষামূলক প্রয়োগের এই অনুমতি দেওয়া হয়।

বাংলাদেশের ওষুধ কোম্পানি গ্লোব বায়োটেকের বিজ্ঞানীরা বঙ্গভ্যাক্স টিকা উদ্ভাবন করেছেন। মানবদেহে এই টিকার পরীক্ষামূলক ব্যবহারের অনুমোদন চেয়ে প্রায় দেড় বছর আগে সরকারের কাছে আবেদন করেছিলেন বিজ্ঞানী ও গবেষকেরা।

এই টিকার ট্রায়ালের প্রধান গবেষক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউতে) হেপাটোলজি বিভাগের প্রধান অধ্যাপক মামুন আল আহতাব বলেন, “বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল (বিএমআরসি), ঔষধ প্রশাসন অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয় টিকার পরীক্ষামূলক প্রয়োগের অনুমোদন দিয়েছে। আমরা ফেজ ওয়ান বা প্রথম পর্যায়ের পরীক্ষা শুরুর প্রস্তুতি নিচ্ছি। আশা করি সেপ্টেম্বরে শুরু করতে পারব।”

২০২০ সালের ২ জুলাই দেশে প্রথমবারের মতো করোনার টিকা আবিষ্কারের ঘোষণা দেয় গ্লোব বায়োটেক। এর প্রায় সাড়ে তিন মাসের মাথায় ১৫ অক্টোবর গ্লোব বায়োটেকের তিনটি টিকাকে অনুমোদনপ্রার্থী তালিকায় অন্তর্ভুক্ত করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এরপর গত বছরের ১৭ জানুয়ারি বঙ্গভ্যাক্সের প্রথম ও দ্বিতীয় পর্যায়ের নীতিগত পরীক্ষার জন্য বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের (বিএমআরসি) কাছে প্রটোকল জমা দেওয়া হয়। এরপর বিএমআরসির চাহিদা অনুযায়ী সংশোধিত প্রটোকল জমা দেওয়া হয় ১৭ ফেব্রুয়ারি।

২০২১ সালের ২২ জুন বিএমআরসি মানবদেহে বঙ্গভ্যাক্সের পরীক্ষা চালানোর অনুমতি দেয়। যদিও এর আগে বানর বা শিম্পাঞ্জির দেহে পরীক্ষা করার শর্ত দেওয়া হয়। গত বছরের ১ আগস্ট প্রতিষ্ঠানটি বানরের দেহে ট্রায়াল শুরু করে, যা শেষ হয় ২১ অক্টোবর।

Link copied!