বিএসএমএমইউ: এবার অনলাইনে পাওয়া যাবে বহির্বিভাগের টিকিট

নিজস্ব প্রতিবেদক

জুলাই ৪, ২০২৩, ০৫:১৪ পিএম

বিএসএমএমইউ: এবার অনলাইনে পাওয়া যাবে বহির্বিভাগের টিকিট

সংগৃহীত ছবি

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বহির্বিভাগের টিকিট খুব শিগগিরই অনলাইনে পাওয়া যাবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

গতকাল সোমবার শহিদ ডা. মিল্টন হলে বিশ্ববিদ্যালয়ের ডিন ও বিভাগীয় চেয়ারম্যানদের সঙ্গে শিক্ষা, চিকিৎসাসেবাসহ বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

বিএসএমএমইউ উপাচার্য জানান,বহির্বিভাগের রোগীরা যাতে সহজে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন, সেজন্য অনলাইনে টিকিট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব শিগগিরই এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারার বিষয়টি নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের আইটি শাখা ও সংশ্লিষ্ট বিভাগগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন,“রোগীদের সুবিধার্থে বিশেষ করে ভোগান্তি দূর ও অতিরিক্ত ভিড় এড়ানোর লক্ষ্যে প্রতিদিনের প্রায় ৫০ শতাংশ টিকিট অনলাইনে দেওয়ার পরিকল্পনা রয়েছে “

সভায় জানানো হয়, আগামী ৫ জুলাই শুরু হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালের অন্তঃবিভাগ ও অপারেশন কার্যক্রম। ওইদিন সকাল সাড়ে ১০টায় আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম উদ্বোধন করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।  প্রথম দিনে অবস অ্যান্ড গাইনি বিভাগ, জেনারেল সার্জারি বিভাগ (ব্রেস্ট ও ল্যাপারোস্কপিক) এবং অর্থোপেডিক সার্জারি বিভাগের আর্থোস্কপিক ইউনিটের সার্জনরা এই অপারেশন কার্যক্রমে অংশ নেবেন বলেও সভায় জানানো হয়।

প্রসঙ্গত, ২০২২ সালের ২৭ ডিসেম্বর থেকে সুপার স্পেশালাইজড হাসপাতালে ১৪টি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপকরা রোগী দেখা শুরু করেছেন। 

Link copied!