বুস্টার ডোজের প্রয়োজন হলে দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ১৬, ২০২১, ০৭:৫৭ পিএম

বুস্টার ডোজের প্রয়োজন হলে দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে তালমিলিয়ে বাংলাদেশেও টিকার তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ দেওয়ার ব্যাপারে সরকার চিন্তাভাবনা করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।দেশে বুস্টার ডোজের প্রয়োজন হলে তা দেয়া হবে বলেও তিনি জানান।  

মঙ্গলবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সৌদি সরকারের পক্ষ থেকে উপহার হিসেবে পাওয়া ১৫ লাখ ডোজ করোনাভাইরাস প্রতিরোধী টিকা হস্তান্তর অনুষ্ঠান তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন, স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা ও ঢাকাস্থ সৌদি আরব দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সবার জন্য বুস্টার ডোজের চিন্তা করছে সরকার। তবে বেশির ভাগ মানুষকে দুই ডোজ দেওয়া হয়ে গেলে ঝুঁকিপূর্ণদের দিয়ে বুস্টার ডোজ শুরু হবে। সরকার প্রায় ২১ কোটি টিকা কিনেছে উল্লেখ করে জাহিদ মালেক আরও বলেন, প্রতিদিন দেশে ১৫ লাখ টিকা প্রদান করা হচ্ছে। যদিও ৮০ লাখ দেওয়ার সক্ষমতা আছে।

সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশপাশি মাস্ক পরার পরামর্শ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকা কার্যক্রম চলমান থাকায় দেশে মৃত্যুর হার এক ডিজিটে নেমে আসছে। অচিরেই এটা শূন্যে নেমে আসবে। আমরা শিক্ষার্থীদের ও টিকা দিচ্ছ। আজ (মঙ্গলবার) রাজধানীর কড়াইল বস্তিতেও টিকা দেওয়া শুরু হলো। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মাস্ক পরতে হবে।

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেন, ‘সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ রিলিফ ফান্ড থেকে অ্যাস্ট্রাজেনেকার টিকা পাচ্ছি আমরা। পোল্যান্ডও বাংলাদেশকে ৩৩ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা উপহার দিচ্ছে। পোল্যান্ডের এসব টিকা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) তহবিল থেকে দেওয়া হচ্ছে।

Link copied!