দক্ষিণ আফ্রিকায় সর্বপ্রথম শনাক্ত হওয়া করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন বিশ্বের ৯০টা দেশে ছড়িয়ে গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। দেশের জনগণ মাস্কপরাসহ স্বাস্থ্যবিধি না মেনে চলায় সরকার দেশে ওমিক্রন বাড়ার আশঙ্কা করছে বলেও জানান তিনি। মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকালে সচিবালয়ে নিজ দপ্তরে ব্রিফিংকালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
কোভিড নিয়ন্ত্রণে সফলতার উদাহরণ বাংলাদেশ উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “এখন যে সংক্রমণ কমে গেছে এটা ধরে রাখতে হবে। সব হাসপাতালে এখন অক্সিজেন সাপোর্ট আছে।”
করোনা নিয়ন্ত্রণে টিকা একটা বড় কার্যকরী ভূমিকা রেখেছে মন্তব্য করে জাহিদ মালেক আরও বলেন, “এখন পর্যন্ত প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে ৭ কোটি। শতকরা হিসেবে তা ৬০ ভাগ মানুষকে দেওয়া হয়েছে। আর দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে সাড়ে ৪ কোটি, শতকরা হিসেবে তা ৩০ ভাগ।”
স্থাস্থ্যমন্ত্রী বলেন, “সরকারের ১২ থেকে ১৩ কোটি মানুষকে টিকা দেওয়ার টার্গেট আছে। এখন পর্যন্ত দেওয়া হয়েছে ৩০ ভাগ মানুষকে।”
করোনার নতুন ধরন নিয়ে বিশ্বের সার্বিক পরিস্থিতি তুলে ধরে জাহিদ মালেক বলেন, “ওমিক্রন বিশ্বের ৯০টা দেশে ছড়িয়ে গেছে। আমাদের দেশেও ধরা পড়েছে। কিন্তু মানুষ মাস্ক পরে না এবং স্বাস্থ্যবিধিও মানছে না। এজন্য ওমিক্রন বাড়ার আশঙ্কা করছে সরকার।”
এসময় তিনি জানান, “সারাদেশের মানুষ যাতে আগের মতো স্বাস্থ্যবিধি মেনে চলে এজন্য জেলা প্রশাসক ও সিভিল সার্জনদের চিঠি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।”
প্রধানমন্ত্রীর সঙ্গে বুধবার মালদ্বীপ যাচ্ছেন জানিয়ে স্বাস্ত্যমন্ত্রী বলেন, “বাংলাদেশ থেকে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীও নিতে চায় মালদ্বীপ। এ ব্যাপারে মালদ্বীপের এই সফরে চুক্তি করবে দুই দেশ।”