ভ্যাকসিনেশনে বিশ্বের মধ্যে বাংলাদেশ অষ্টম স্থানে

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১২, ২০২২, ০৪:৪৭ পিএম

ভ্যাকসিনেশনে বিশ্বের মধ্যে বাংলাদেশ অষ্টম স্থানে

করোনাভাইরাস প্রতিরোধী টিকাদান কর্মসূচিতে বিশ্বের ২০০ দেশের মধ্যে বাংলাদেশ অষ্টম অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শনিবার দুপুরে মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিক্যাল কলেজের সম্মেলন কক্ষে ফুসফুসীয় পুনর্বাসন সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। বেসরকারি একটি ওষুধ কোম্পানি আয়োজিত ওই অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী ভার্চ্যুয়ালি যুক্ত হন।

দেশের ৭৫ ভাগ মানুষকে করোনা টিকার আওতায় আনা হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “ভ্যাকসিনেশন প্রোগ্রামে আমার ২০০ দেশের মধ্যে অষ্টম স্থানে আছি। প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় ও তার সহযোগিতায় এটা সম্ভব হয়েছে।”

দেশে করোনা নিয়ন্ত্রণে সফলতার পেছনে ওষুধ কোম্পানিগুলোরও ভূমিকা রয়েছে মন্তব্য করে জাহিদ মালেক বলেন, “আমাদের দেশে ৩২ হাজার লোক করোনায় মারা গেছে অথচ পাশের দেশ ভারতে ৫ লাখের বেশি লোক মারা গেছে। আমেরিকার মতো এত শক্তিধর দেশেও ১০ লাখ লোক মারা গেছে। সেই তুলনায় বাংলাদেশ অনেকটাই ভালো আছে।” বর্তমানে আমাদের দেশে ব্যবসা-বাণিজ্য, শিক্ষাপ্রতিষ্ঠান সবকিছু স্বাভাবিকভাবে চলছে বলেও  তিনি জানান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে কর্নেল মালেক মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. মো. জাকির হোসাইন, সহকারী অধ্যক্ষ ডা. সাইফুদ্দিন আলমগীর, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

Link copied!