যুক্তরাষ্ট্র ও কানাডা থেকে এসেছে আরও ৩১২টি ভেন্টিলেটর

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ২১, ২০২১, ০৭:১২ পিএম

যুক্তরাষ্ট্র ও কানাডা থেকে এসেছে আরও ৩১২টি ভেন্টিলেটর

করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা সেবায় যুক্তরাষ্ট্র এবং কানাডায় বসবাসরত পাঁচ প্রবাসী বাংলাদেশি চিকিৎসকের পাঠানো ৩১২টি ভেন্টিলেটর দেশে পৌঁছেছে।  

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এবিএম আবদুল্লাহ শনিবার(২১ আগস্ট) ভোররাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসব ভেন্টিলেটর গ্রহণ করেন।  

পরে ডা. আবদুল্লাহ গণমাধ্যমে বলেন, আমেরিকা প্রবাসী চিকিৎসক জিয়া উদ্দিন আহমেদ সাদেক, মাসুদুল হাসান, চৌধুরী এইচ আহসান, চৌধুরী মাহমুদুস শাওন বাপ্পী এবং কানাডা প্রবাসী চিকিৎসক আরিফুর রহমান এসব ভেন্টিলেটর সংগ্রহ করেছেন।

তিনি বলেন, ‘এসব ভেন্টিলেটর তারা জোগাড় করেছেন। আমার নামে পাঠিয়েছেন বলে আমি সেগুলো রিসিভ করতে গিয়েছিলাম। এগুলো এখন ডিজি হেলথের মাধ্যমে বিভিন্ন হাসপাতালে বিতরণ করা হবে যত তাড়াতাড়ি সম্ভব।’

প্রবাসী এই পাঁচ বাংলাদেশি চিকিৎসক এর আগে আড়াইশো ভেন্টিলেটর পাঠিয়েছিলেন বলেও তিনি জানান।

Link copied!