রমজানে টিকা কার্যক্রম নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ১, ২০২২, ১২:৩৩ এএম

রমজানে টিকা কার্যক্রম নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী

পবিত্র রমজান মাসেও করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধী ভ্যাকসিন কার্যক্রম স্বাভাবিক প্রক্রিয়ায় চলবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরস্কার’ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘জনগণের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে রোজার সময়ও স্বাভাবিক নিয়মে টিকাদান কর্মসূচি চলবে। প্রথম, দ্বিতীয় ও বুস্টার ডোজ নিয়মিতভাবে দেওয়া হবে। টিকার দ্বিতীয় ডোজ দেওয়ার বিশেষ ক্যাম্পেইন শুরু হয়েছে ২৮ মার্চ। তা ৩১ মার্চ শেষ হওয়ার কথা ছিল। এ ক্যাম্পেইনের মেয়াদ আরও তিন দিন বাড়ানো হয়েছে।”

গত ২৬ ফেব্রুয়ারি প্রথম ডোজ টিকা গ্রহণকারীরা  দ্বিতীয় ডোজ আরও তিন দিন পর্যন্ত নিতে পারবেন জানিয়ে জাহিদ মালেক আরও বলেন, “ ৮০ ভাগ টিকা দেওয়ার লক্ষ্যে এ বিশেষ ক্যাম্পেইন কার্যক্রম আরও তিন দিন বাড়ানো হয়েছে।“

স্বাস্থ্য খাতকে ডিজিটাল করা হবে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “প্রত্যেকটি হাসপাতালকে সিসি ক্যামেরার আওতায় এনে তা সেন্ট্রালি নিয়ন্ত্রণ করা হবে।”

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার খুরশীদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

Link copied!