জুন ১৯, ২০২২, ০৮:৫৫ পিএম
মৃত্যুহার তেমন না থাকলেও করোনা সংক্রমণ বেড়েছে। একারণে বুস্টার ডোজ নেওয়া খুব জরুরি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রবিবার বিকেলে গণমাধ্যমকে তিনি এ কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনা যখন বৃদ্ধি পায় তখন আমাদের সতর্ক হতে হবে, অবশ্যই মাস্ক পরতে হবে। এখনো সময় আছে, আমরা যাতে মাস্ক পরি–ঝুঁকিতে না পড়ি। সামাজিক দূরত্ব বজায় রাখি। যারা টিকা নেননি তারা জরুরি ভিত্তিতে বুস্টার ডোজ নিন। সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় অনুষ্ঠানগুলো এখন একটু সীমাবদ্ধ করতে হবে। সরকারকে বলব, এ ধরনের নির্দেশনা দিতে, আমরাও দেব। হাসপাতালগুলোকেও প্রস্তুত রাখা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘বিমানবন্দর, স্থলবন্দর ও সমুদ্রবন্দরে আমরা সতর্ক হতে বলেছি। চিঠি দেয়া হয়েছে। এখন যারা আক্রান্ত হচ্ছে, তারা কী ধরনের ভ্যারিয়েন্টে আক্রান্ত হচ্ছে, সে গবেষণা করিয়েছি। এটা ওমিক্রনই, তার হয়তো সাব ভ্যারিয়েন্ট হতে পারে। খুব মারাত্মক কিছু নয়, তবে দ্রুতগতিতে সংক্রমণ হয়।’
মন্ত্রী বলেন, ‘দেশে প্রতিবছর বন্যা হয়। কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিজস্ব কোনো হেলিকপ্টার, পানিতে চলার অ্যাম্বুলেন্সসহ কোনো পরিবহন ব্যবস্থা নেই। আমরা সরকারের কাছে বিষয়টি তুলে ধরব।’
তিনি বলেন, সিলেট অঞ্চলের সকল পর্যায়ের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল করা হয়েছে। প্রতিকূল পরিবেশ থাকলেও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, স্যালাইন, ওষুধ ও সাধ্য অনুযায়ী খাদ্য পাঠানো হচ্ছে।