স্বাস্থ্যমন্ত্রী ও ঢাকা সিটির দুই মেয়রের পদত্যাগ দাবি সিপিবি’র

নিজস্ব প্রতিবেদক

জুলাই ২০, ২০২৩, ০৫:৩৯ পিএম

স্বাস্থ্যমন্ত্রী ও ঢাকা সিটির দুই মেয়রের পদত্যাগ দাবি সিপিবি’র

সংগৃহীত ছবি

দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ দাবি করে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ফজলে নূর তাপসের পদত্যাগ চেয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

ডেঙ্গু প্রতিরোধে সরকার ও সিটি করপোরেশনের ব্যর্থতার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাব চত্বরে আয়োজিত সমাবেশ থেকে  সিপিবি নেতারা এ দাবি করেন।

সমাবেশে সিপিবি সভাপতি ডা. এম এ সামাদ বলেন, “ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, ঢাকা দক্ষিণ সিটি মেয়র ফজলে নূর তাপস ও উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন। তাই তাদের পদত্যাগ করা উচিৎ।”

বর্তমানে দেশের ৫৯টি জেলায় ডেঙ্গু ছড়িয়ে পড়েছে উল্লেখ করে ডা. এম এ সামাদ আরও বলেন, “ ডেঙ্গু রোগী নিয়ন্ত্রণে ২০২১-২২ অর্থবছরে ঢাকার দুই সিটি করপোরেশনের ১০২ কোটি টাকা এবং ২০২২-২৩ অর্থবছরে ৬৫ কোটি টাকা বরাদ্দ করলেও তার কোনো প্রভাব ডেঙ্গু বিস্তারের ওপর পড়েনি। অর্থাৎ ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার কোনো কার্যকরী ব্যবস্থা নেয়নি।”

সমাবেশে সিপিবির সাধারণ সম্পাদক কমরেড সাহিদুর রহমান বলেন, “ডেঙ্গুর মহামারিতে মানুষের মৃত্যুর দায় সরকার ও সিটি করপোরেশনের।” এসময় তিনি দুই মেয়র ও স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগসহ এবং ডেঙ্গু আক্রান্তদের সরকারি খরচে পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার দাবি জানান।

Link copied!