ডেঙ্গু পরিস্থিতি

২৪ ঘণ্টায় ডেঙ্গু কেড়ে নিলো ১১ প্রাণ

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২২, ২০২৩, ০৬:৪৬ পিএম

২৪ ঘণ্টায় ডেঙ্গু কেড়ে নিলো ১১ প্রাণ

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় মারা গেছেন ৯ জন এবং ঢাকার বাইরে ২ জনের মৃত্যু হয়েছে। 

শনিবার (২২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে জানানো হয়েছে, এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ জুলাই পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ১৬৭ জনের এবং মোট আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৬৮৫ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে চিকিৎসাধীন ২২৪২ জন, যা এ বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত ২০ জুলাই একদিনে ১৭৫৫ জন সর্বোচ্চ আক্রান্ত হন।

হাসপাতালে চিকিৎসাধীন  ১ হাজার ২৩৯ জনই ঢাকার বাসিন্দা। আর ঢাকার বাইরের বাসিন্দা ১ হাজার ৩ জন। 

ডেঙ্গু আক্রান্ত রোগীর প্রায় অর্ধেকেরই বয়স ১৮ থেকে ৪০ এর মধ্যে।

Link copied!