১২‘র বেশি সবার টিকা, ৪০ বছর বয়সীরা পাবেন বুস্টার

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ৩০, ২০২২, ০৬:১৪ পিএম

১২‘র বেশি সবার টিকা, ৪০ বছর বয়সীরা পাবেন বুস্টার

দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের দাপটে দেশের পরিস্থিতি মোকাবিলায় ১২ বছরের বেশি বয়সীরা সবাই টিকা পাবেন এবং ৪০ বছর বয়সীরা বুস্টার ডোজ পাবেন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। 

রবিবার বেলা ১১টায় রাজধানীর মহাখালীতে বিসিপিএস অডিটোরিয়াম মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।দেশে করোনা সংক্রমণের সার্বিক পরিস্থিতি বিষয়ে জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

করোনার ওমিক্রন ধরন ছড়িয়ে পড়ায় সংক্রমণ ও মৃত্যু বেড়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন,  “টেস্ট কম বিধায় রোগী কম, প্রকৃত সংখ্যা অনেক বেশি।”

জাহিদ মালেক বলেন, “১২ বছরের উপরে সবাই টিকা পাবেন। ৪০ বছর বয়সীরা বুস্টার ডোজ পাবেন। এছাড়া শ্রমজীবী, পেশাজীবী ও ব্যবসায়ীক সংগঠনের সহায়তায় সদস্যদের টিকা দেয়া হবে।” ভ্রাম্যমাণ মানুষদের জনসনের টিকা দেয়া হবে বলেও তিনি জানান।

ওমিক্রণে মৃত্যুর সংখ্যা  কমপ‌ক্ষে চার গুণ বেড়েছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “বাংলাদেশে কোভিড আক্রান্তের হার ওমিক্রন আসায় ২০ গুণ বেড়ে গেছে। যেহেতু সংক্রমণ বেড়েছে, তাই মৃত্যুও বেড়েছে।”

Link copied!