‘করোনার থেকেও ৪ গুণ বেশি মৃত্যু যক্ষ্মায়‘

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৯, ২০২১, ১০:৪৮ পিএম

‘করোনার থেকেও ৪ গুণ বেশি মৃত্যু যক্ষ্মায়‘

গত বছরে দেশে করোনাভাইরাসের চেয়ে যক্ষ্মায় চার গুণ বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মঙ্গলবার (৯ মার্চ) রাজধানীর একটি হোটেলে বছরব্যাপী যক্ষ্মা সচেতনতার কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত এক বছরে সাড়ে আট হাজার মৃত্যু হয়েছে। অপরদিকে যক্ষ্মা রোগে আক্রান্ত হয়ে গত এক বছরে ৩৬ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।’

করোনাভাইরাসের সংক্রমণ বেশি হওয়ার পেছনে যুক্তি দেখিয়ে স্বাস্থ্যমন্ত্রী  বলেন, ‘মানুষ যেভাবে কক্সবাজার যাচ্ছে, সিলেটে যাচ্ছে, যেভাবে সামাজিক অনুষ্ঠান হচ্ছে, মাস্ক পরার বালাই নাই, সামাজিক দূরত্বের বালাই নাই—সংক্রমণ তো বাড়বেই। হাসপাতালে রোগীর সংখ্যা বেড়ে গেছে আগের তুলনায়।’

তিনি বলেন, ‘করোনার জন্য গোটা বিশ্ব বিপর্যস্ত। গত নয় বছরে যেটুকু এগিয়ে ছিল তা করোনার এক বছরেই ১০ বছর পিছিয়ে দিয়েছে বিশ্বকে। বাংলাদেশে করোনায় ক্ষতি হয়েছে ১২ থেকে ২০ বিলিয়ন ডলার। কোনোভাবেই স্বাস্থ্যখাতকে অবহেলা করে এগিয়ে যাওয়া সম্ভব নয়। এ জন্য স্বাস্থ্যখাতে বিনিয়োগ আরও বৃদ্ধি করতে হবে।’

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো নেতৃত্ব দেশ পেয়েছিল বলে বাংলাদেশ ভালো আছে’ উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘অর্থনৈতিকভাবে বেশ ভালো আছে। ধনাত্মক সূচকে আছে দেশ, পৃথিবীর অনেক দেশ ঋণাত্মক সূচকে চলে গেছে। করোনা আজকে নিয়ন্ত্রণে আছে বলে সব ধরনের স্বাস্থ্যসেবা আমরা আবারও দিতে পারছি। আমরা জানি, স্বাস্থ্যসেবা ব্যাহত হয়েছে করোনার কারণে। আমরা সব জায়গায় সেবা সেভাবে দিতে পারিনি করোনার কারণে। কিন্তু এখন আমরা আবারও বাউন্সব্যাক করেছি। সব ক্ষেত্রে বাউন্সব্যাক করেছি।’

বছরব্যাপী যক্ষ্মা সচেতনতার কর্মসূচির এ অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী ছাড়াও আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য অ্যারোমা দত্ত, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা, গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ, বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি তৌফিক মারুফ, অভিনেত্রী ত্রপা মজুমদার, মীরা দত্ত প্রমুখ।

 

Link copied!