‘দাম বলে দেয়ায় চীন নারাজ, টিকা পেতে দেরি হচ্ছে’

নিজস্ব প্রতিবেদক

জুন ১৬, ২০২১, ১০:৪৫ পিএম

‘দাম বলে দেয়ায় চীন নারাজ, টিকা পেতে দেরি হচ্ছে’

করোনাভাইরাস প্রতিরোধী টিকার দাম জনসম্মুখে প্রকাশ হওয়ার কারনে চীন নারাজ হওয়ায় ওই দেশটি  থেকে টিকা পেতে  দেরি হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বুধবার(১৬ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্র থেকে কোভ্যাক্সের ১০ লাখ টিকা আসবে। কিন্তু অন্য টিকা কবে আসবে তা এখনো পুরোপুরি নিশ্চিত নন। আলোচনা চলছে।’

চীন থেকে কবে টিকা বাংলাদেশে আসবে-এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘টিকার দামটি জনসমক্ষে বলে দেওয়ার ফলে চীন একটু নারাজ হয়েছে। এতে টিকা পেতে দেরি হচ্ছে। না হলে আগেই টিকা পাওয়া যেত।’

মন্ত্রী বলেন, ‘আর কত দেরি হবে তা বুঝতে পারছি না। তবে এ জন্য এ–সংক্রান্ত বিষয়ে সই করে কাগজপত্র চীনে পাঠানো হয়েছে। এখন তারা একটি সময়সীমা জানাবে যে কবে কত টিকা দেবে। এখনো জানায়নি। আশা করছেন এ মাসের মধ্যেই জানাবে।’

বিভিন্ন দেশ থেকে করোনাভাইরাসের টিকা আনার চেষ্টা চলছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘আগস্ট মাসে কোভ্যাক্স থেকে বাংলাদেশ ১০ লাখ অ্যাস্ট্রোজেনকার টিকা পাব, সেই চিঠি আমাদের দিয়েছে। আমরা সেই চিঠি পেয়েছি বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছ থেকে এবং আশা করি এটি নিশ্চিত। কিন্তু অন্য টিকা কবে আসবে তা এখনো পুরোপুরি নিশ্চিত নয়। আলোচনা চলছে।’

Link copied!