বিক্ষোভ দমনে কানাডায় পুলিশের অভিযান

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১৮, ২০২২, ০৮:১২ পিএম

বিক্ষোভ দমনে কানাডায় পুলিশের অভিযান

কানাডায় ৩ সপ্তাহ ধরে চলা বিক্ষোভ দমনে অভিযান শুরু করেছে পুলিশ। করোনা ভাইরাসের টিকা নিতে বাধ্য করাসহ বেশ কিছু ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করায় বিক্ষোভ শুরু করে দেশটির অসংখ্যা ট্রাকচালকরা। পরে বিক্ষোভে অন্যান্য শ্রেণীর মানুষ যোগ দেন। পুলিশের এ অভিযানে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। কানাডার রাজধানী অটোয়ায় বিক্ষোভ চরমে ওঠায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ অভিযান পরিচালনা করছে। বিক্ষোভ দমন করার জন্য ফেডারেল সরকার জরুরী আইনের আহ্বান জানানোর কয়েকদিন পর এটি আসে। বিক্ষোভকারীদের একটি দল চলে যাওয়ার আদেশ অমান্য করে শহরে রয়ে গেছেন।

আরও পড়তে পারেন-

কানাডায় করোনা বিরোধী বিক্ষোভ

Link copied!