সেপ্টেম্বর ২, ২০২১, ০৯:১৬ এএম
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে দৈনিক মৃত্যু ও শনাক্তের সংখ্যা আবারও বেড়ে গেছে। বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) বিশ্বে মৃত্যুর সংখ্যা ৪৫ লাখ ৪৫ হাজার ছাড়িয়ে গেছে। শনাক্তের সংখ্যা ছাড়িয়েছে ২১ কোটি ৯২ লাখ।করোনা থেকে এ পর্যন্ত সুস্ঘ হয়েছেন প্রায় ১৯ কোটি ৬০ লাখের বেশি লোক।বিশ্বে করোনায় সক্রিয় রোগীর সংখ্যা ১ কোটি ৮৬ লাখ ৭৯ হাজার ছাড়িয়েছে।
করোনায় মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ি, বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) সকাল ৯টা পর্যন্ত (বাংলাদেশ সময়) সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ৪৫ লাখ ৪৫ হাজার ১৫৯ জন মারা গেছেন। বুধবার (৩১ আগস্ট) পর্যন্ত এই সংখ্যা ছিল ৪৫ লাখ ৩৩ হাজার ৬০৯। মঙ্গলবার (৩০ আগস্ট) পর্যন্ত বিশ্বে মারা যায় ৪৩ লাখ ২৩ হাজার ৭৬৬। এই হিসেবে বৃহস্পতিবার গত ২৪ ঘন্টায় ১১ হাজার ৫৫০ জন মারা গেছেন। বুধবার (০১ সেপ্টেম্বর) একদিনে ৯ হাজার ৮৪৩ জনের মৃত্যু হয়।
করোনায় আক্রান্ত
ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ি বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২১ কোটি ৯২ লাখ ৬৫ হাজার ৬৫১ জন। বুধবার (০১ সেপ্টেম্বর) পর্যন্ত এই সংখ্যা ছিল ২১ কোটি ৮৫ লাখ ৪০ হাজার ৯৯৪। মঙ্গলবার (৩১ আগস্ট) পর্যন্ত শনাক্ত হন ২১ কোটি ৭৯ লাখ ১ হাজার ৬৭৫ জন। এই হিসেবে বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) একদিনে করোনা শনাক্ত হয়েছেন ৭ লাখ ২৪ হাজার ৬৫৭ জন। বুধবার (০১ সেপ্টেম্বর) গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৬ লাখ ৩৯ হাজার ৩১৯ জন।
করোনা থেকে সুস্থ
ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ি বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯ কোটি ৬০ লাখ ৪১ হাজার ২১১-জন। বুধবার (০১ সেপ্টেম্বর) পর্যন্ত এই সংখ্যা ছিল ১৯ কোটি ৫৩ লাখ ৬৫ হাজার ১২৬ । মঙ্গলবার (৩১ আগস্ট) পর্যন্ত সুস্থ হন ১৯ কোটি ৪৭ লাখ ৬৯ হাজার ৯৫২ জন।এই হিসেবে বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) একদিনে করোনা থেকে সুস্থ হন ৬ লাখ ৭৬ হাজার ৮৫ জন। বুধবার গত ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫ লাখ ৯৫ হাজার ১৭৪ জন।
করোনায় সক্রিয় রোগী
করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় বিশ্বে সক্রিয় রোগীর সংখ্যাও বেড়ে গেছে। ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ি বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) পর্যন্ত বিশ্বে করোনার সক্রিয় রোগী রয়েছে ১ কোটি ৮৬ লাখ ৭৯ হাজার ২৮১ জন। এর মধ্যে গুরুতর অবস্থায় রয়েছে ১ লাখ ৫ হাজার ৭৮৯ জন।
মৃত্যু ও শনাক্তে শীর্ষে থাকা ৩ দেশ
ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ি মৃত্যু ও শনাক্তের দিক দিয়ে শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। দেশটিতে বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) পর্যন্ত করোনায় ৬ লাখ ৫৯ হাজার ৯২৭ জনের মৃত্যু হয়েছে। আর করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪ কোটি ৩ লাখ ৩০ হাজার ৭১২ জন।
মৃত্যুর দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) পর্যন্ত করোনায় মারা গেছেন ৫ লাখ ৮১ হাজার ২২৮ জন। আর করোনায় আক্রান্ত হয়েছেন মোট ২ কোটি ৮ লাখ ৪ হাজার ২১৫ জন।
ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ি ভারতে এ পর্যন্ত ৩ কোটি ২৮ লাখ ৫৬ হা্জার ৮৬৩ জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এর মধ্যে ৪ লাখ ৩৯ হাজার ৫৫৯ জনের মৃত্যু হয়েছে।
২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ১৮৯টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে ‘মহামারি’ ঘোষণা করে।