ভারতের ‘ওয়ারেন বাফেট’ খ্যাত ব্যবসায়ী ঝুনঝুনওয়ালার মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১৪, ২০২২, ১১:০৬ এএম

ভারতের ‘ওয়ারেন বাফেট’ খ্যাত ব্যবসায়ী ঝুনঝুনওয়ালার মৃত্যু

ভারতের ‘ওয়ারেন বাফেট’খ্যাত অন্যতম ধনকুবের রাকেশ ঝুনঝুনওয়ালা মৃত্যুবরণ করেছেন। রবিবার সকাল পৌণে ৭টার  দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।  মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।

ভারতের আনন্দবাজার, টাইমস অব ইন্ডিয়াসহ বেশ কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রবিবার ভোরের দিকে অসুস্থ বোধ করলে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা রাকেশকে মৃত বলে ঘোষণা করেন। তার একাধিক শারীরিক সমস্যা ছিল বলে জানা গিয়েছে।

সম্প্রতি আকাশে ওড়ে তারই পৃষ্ঠপোষকতায় আকাশা এয়ারলাইন্সের বিমান। ভারতীয় শেয়ার বাজারের ‘বিগ বুল’ বলা হয় রাকেশকে। বলা হয়, তিনি শেয়ার বাজারে বিনিয়োগে কখনোই ভুল করতেন না।

কয়েক দিন আগে তিনি একটি জুতা সংস্থার শেয়ার কিনেছিলেন, সেটিও কয়েক দিনের মধ্যে সর্বোচ্চ দরে পৌঁছে যায়। আর এর মাধ্যমে তিনি একদিনে লাভ করেন ২২১ কোটি টাকা।

করোনাভাইরাস মহামারির সময় যখন বিশ্বের বেশিরভাগ সংস্থার লোকসান হচ্ছে, তখনও রাকেশ ঝুনঝুনওয়ালার সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পেয়েছিল।

১৯৮৫ সালে স্টক মার্কেটে মাত্র পাঁচ হাজার রুপি দিয়ে বিনিয়োগ শুরু করেছিলেন ঝুনঝুনওয়ালা। ২০১৮ সালের সেপ্টেম্বরে টাকার অংক বেড়ে হয় ১১ হাজার কোটি রুপি।

Link copied!