‘ফ্রেডি’র আঘাতে লণ্ডভণ্ড মালাবিতে মৃত্যুর সংখ্যা বেড়ে ১৯০

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১৫, ২০২৩, ১১:৩৭ এএম

‘ফ্রেডি’র আঘাতে লণ্ডভণ্ড মালাবিতে মৃত্যুর সংখ্যা বেড়ে ১৯০

শক্তিশালী সাইক্লোন ফ্রেডির আঘাতে বিপর্যন্ত আফ্রিকার পূবাঞ্চলীয় দেশ মালাবিতে ১৯০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচ শতাধিক। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও ৩৭ জন। দেশটির বিভিন্ন প্রদেশে ‘জরুরি অবস্থা’ চলছে।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার চার্লস কালেম্বার বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম সিএনএন’র প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। মাত্র এক মাসের মধ্যে দ্বিতীয় দফায় ভয়ঙ্করভাবে আঘাত হানে সাইক্লোন ফ্রেডি।

প্রতিবেদনে বলা হয়, ঘূর্ণিঝড়ে বেঁচে যাওয়া মানুষ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সবাই তাদের প্রিয়জনদের সন্ধান চালিয়ে যাচ্ছে। প্রথমে মৃতের সংখ্যা ১০০ বলা হলেও পরে তা বেড়ে দাঁড়িয়েছে ১৯০ জনে। এখনও নিখোঁজ রয়েছেন ৩৭জন।

চার্লস কালেম্বার বরাত দিয়ে সিএনএন’র প্রতিবেদনে আরও  বলা হয়, সাইক্লোন ফ্রেডির কারণে সবচেয়ে বেশি খারাপ পরিস্থিতি দক্ষিণ মালাবিতে। এলাকার অনেক জায়গা প্লাবিত হয়েছে। অনেক রাস্তা ও সেতু ভেঙে গেছে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় ফোনের নেটওয়ার্কেও সমস্যা দেখা দিচ্ছে। সামগ্রিক অবস্থা আরও ভয়ানক হয়ে উঠছে।”

সাইক্লোন ফ্রেডি মালাবির দক্ষিণাঞ্চলে আঘাত হানায়  দেশটির বাণিজ্যিক রাজধানী ব্লানটায়ার বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহতদের বোশিরভাই এ শহরের।

এদিকে, খারাপ আবহাওয়ার জন্য উদ্ধারকাজ কঠিন হয়ে গেছে। ভূমিধস, আকস্মিক বন্যা ও পাহাড় থেকে পাথর গড়িয়ে পড়ায় আমরা ব্যাপক অসুবিধার মধ্যে পড়েছি। বৃষ্টিপাতের কারণে অনেক জায়গায় উদ্ধারকাজ চালানো সম্ভব হচ্ছে না।

অপরদিকে, ঘূর্ণিঝড় ফ্রেডির আঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ১০টি জেলায় বুধবার(১৫ মার্চ) পর্যন্ত স্কুল বন্ধ থাকবে বলে জানিয়েছে মালাবির শিক্ষা মন্ত্রণালয়।

Link copied!