আগস্ট ২৩, ২০২৩, ১১:৪৭ পিএম
রাশিয়ায় একটি প্রাইভেট বিমান বিধ্বস্ত হয়ে সাত যাত্রী ও তিনজন ক্রু`র সবাই নিহত হয়েছেন। রুশ ভাড়াটে যোদ্ধাবাহিনী ভাগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোশিনের নাম ওই বিমানের যাত্রী তালিকায় ছিল।
রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, প্রিগোশিন দূর্ঘটনা কবলিত বিমানটির একজন যাত্রী ছিলেন।
এছাড়াও রাশিয়ার বেসামরিক বিমান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ রোজাভিয়াতসিয়া বলছে, যাত্রী তালিকায় প্রিগোশিনের নাম রয়েছে।
গেল জুনে প্রিগোশিন রুশ সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন; যা শেষ পর্যন্ত ব্যর্থ হয়। এরপর আড়ালে চলে যান ভাগনার বাহিনীর প্রধান ইয়েভগিনি প্রিগোশিন। তার প্রায় এক মাস পর জুলাইয়ের ২০ তারিখে প্রথমবারের মতো তার জনসম্মুখে আসার খবর পাওয়া যায়।