ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসকে বিপুল ব্যবধানে পেছনে ফেলে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় বার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর সম্পদের পরিমাণ নিয়ে আলোচনা শুরু হয়েছে ।
‘ফোর্বস্’-এর প্রতিবেদন অনুসারে, অনুসারে, ডোনাল্ড ট্রাম্প এখন বিশ্বের ৩৫৭তম ধনী ব্যক্তি। ট্রাম্পের আনুমানিক সম্পত্তির পরিমান ৮ বিলিয়ন ডলার অর্থাৎ ৮০০ কোটি ডলার । যা বাংলাদেশি মুদ্রায় ৯৫ হাজার ৪৭৯ কোটি টাকা। ট্রাম্পের এই বিপুল সম্পত্তির একটি বড় অংশ আসে তার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানি ‘ট্রুথ সোশ্যাল’থেকে। এ ছাড়া রিয়েল এস্টেট ব্যবসা থেকেও বিপুল পরিমাণ অর্থ উপার্জন করেন ট্রাম্প। নিউ ইয়র্কে তার নামে রয়েছে ‘ট্রাম্প টাওয়ার’, ফ্লোরিডায় ৩টি বাড়ি, লাস ভেগাসে রয়েছে ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেল। এর বাইরে মার–এ–লাগো ক্লাব ও গলফ কোর্সেস রয়েছে ট্রাম্পের মালিকানায়। মিয়ামিতে একটি রিসোর্টও রয়েছে সাবেক এই মার্কিন প্রেসিডেন্টের। এই সম্পত্তির মূল্য ৮১০ মিলিয়ন ডলার।
আরও পড়ুনঃ যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
এসব সম্পত্তির বাইরেও যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় ট্রাম্পের রয়েছে অন্তত ১০০ মিলিয়ন ডলারের সম্পত্তি। এ ছাড়াও ট্রাম্পের হাতে নগদ ৪১০ মিলিয়ন ডলার রয়েছে বলে জানিয়েছে ফোর্বস।