ঈদেও মুক্তি নেই গাজাবাসীর

আন্তর্জাতিক ডেস্ক

জুন ১৬, ২০২৪, ১১:৪৮ এএম

ঈদেও মুক্তি নেই গাজাবাসীর

ছবি: সংগৃহীত

সৌদিসহ মধ্যপ্রাচ্যের বেশির ভাগ দেশে হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী রোববার (১৬ জুন) কোরবানির ঈদ তথা পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। সেই অনুসারে ফিলিস্তিনেও উদযাপিত হচ্ছে ঈদ। কিন্তু আনন্দে, বিষাদে। কেননা এই ঈদের দিনেও গাজা অভিযানে বিরতি নেই ইসরায়েলি বাহিনীর।

এর আগে গতকাল শনিবার গাজার প্রধান শহর গাজা সিটিসহ উপত্যকার বিভিন্ন এলাকায় বোমাবর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী। গাজার বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা জানান, রোববার গাজা সিটির তিনটি পৃথক বাড়ি থেকে ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তারা সবাই ইসরায়েলি বাহিনীর বোমাবর্ষণে নিহত হয়েছেন। এদিন গাজার দক্ষিণে রাফাহ শহর ও গাজার সিটির শরণার্থী শিবিরেও আর্টিলারি হামলা চালিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

গত প্রায় দেড় মাস ধরে গাজার দক্ষিণে রাফাহ শহরে অভিযান করে আসছে ইসরায়েলি বাহিনী। মে মাসে এই অভিযান শুরু হয় এবং এতে প্রবল আপত্তি জানায় যুক্তরাষ্ট্রসহ ইসরায়েলের অন্যান্য মিত্ররা। সেই আপত্তি উপেক্ষা করেই রাফাহ শহরে অভিযান চলছে। কারণ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) যুক্তি, রাফাহ শহরে হামাসের শক্তিশালী ঘাঁটি আছে। তাদের লক্ষ্য গাজা নিয়ন্ত্রণকারী এবং ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র এই গোষ্ঠীকে পুরোপুরি নিষ্ক্রিয় করা।

Link copied!