দেড় যুগের দাম্পত্য সম্পর্কের ইতি টানলেন কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ৩, ২০২৩, ১২:৪৭ এএম

দেড় যুগের দাম্পত্য সম্পর্কের ইতি টানলেন কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো

দেড় যুগের দাম্পত্য সম্পর্কের ইতি টানলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (৫১) ও তাঁর স্ত্রী সোফি (৪৮)। বিচ্ছেদসংক্রান্ত আইনি নথিতে সইও করে দিয়েছেন তারা। বুধবারই ট্রুডোর কার্যালয় থেকে এসব তথ্য গণমাধ্যমকে জানানো হয়। এরমধ্য দিয়ে ট্রুডো–সোফি দম্পতির দীর্ঘ বিবাহিত জীবনের অবসান ঘটল।

ট্রুডো -সোফি দম্পতির বিচ্ছেদের খবর বুধবার প্রকাশ হলে মূহুর্তেই সেটি অন্তর্জালে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে। 

কানাডায় ট্রুডোর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী ট্রুডো ও তাঁর স্ত্রী সোফি বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। এ জন্য আইনি ও নীতিগত যেসব কাজ করতে হয়, তা একসাথে তারা করেছেন।

প্রসঙ্গত, ২০০৫ সালের মে মাসের শেষে বিয়ে করেন জাস্টিন ট্রুডো ও সোফি। তাদের ঘরে তিন সন্তান রয়েছে। ট্রুডোর কার্যালয়ের বিবৃতি অনুযায়ী, ওই সন্তানরাসহ ট্রুডো পরিবারের মতো হয়েই থাকবেন। তিন সন্তান যাতে নিরাপদে ও ভালোবাসা নিয়ে বড় হয়, সেটি নিশ্চিত করতে মনোযোগী হবেন প্রধানমন্ত্রী ও সোফি।

এএফপি

Link copied!