ইরানে ইসলামিক বিপ্লবের নেতা খোমেনির পৈতৃক বাড়িতে আগুন

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ১৯, ২০২২, ০৪:৩০ পিএম

ইরানে ইসলামিক বিপ্লবের নেতা খোমেনির পৈতৃক বাড়িতে আগুন

ইরানের ইসলামিক বিপ্লবের নেতা প্রয়াত আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এরইমধ্যে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে বাড়িটিতে আগুন জ্বলে উঠতে দেখা যাওয়ার পাশাপাশি বাড়ির সামনে বেশ কিছু সংখ্যক মানুষকে উল্লাস করতে দেখা গেছে।

এদিকে, এএফপির শেয়ার করা ফুটেজে দেখা যায়, ফুলাদ-শেহের এলাকায় ব্যাপক ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা। এসময় তারা খামেনির অপশাসনের অবসান চেয়ে শ্লোগান দেন। তাঁর বিলাসবহুল বাড়ির ভেতরে আগুন ধরিয়ে দেয়। বেসরকারি গণমাধ্যমগুলো তথ্য নিশ্চিত করলেও অস্বীকার করছে রাষ্ট্রীয় টেলিভিশন।

খোমেইন কাউন্টি প্রেস অফিস দাবি করেছে, সেখানে কোনো হামলা হয়নি। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম বলছে, ‘বাড়িটির বাইরে কয়েকজন মানুষ সমবেত হন। পরে বাড়ির একটি ভিডিও পোস্ট করেন। ইরানের মহান বিপ্লবের নেতৃত্ব দেওয়া আয়াতুল্লাহ খোমেনির বাড়ি জনসাধারণের জন্য উন্মুক্ত আছে।’

১৯৭৯ সালে ইরানে যে ইসলামিক বিপ্লব হয়েছিল, তার পুরোধা ছিলেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি, ইমাম খোমেনি নামে যিনি বেশি পরিচিত। ইসলামিক বিপ্লবের পর থেকে ৪০ বছর ইরান শাসন করেন শিয়া ধর্মীয় গুরুরা। সে সময় খোমেনিই ছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। ১৯৮৯ সালে খোমেনি মারা যান।

খোমেনির জন্মস্থান মারকাজি প্রদেশের ওই খোমেইন শহরের নামেই তার নাম রাখা হয়েছিল খোমেনি। বাড়িটিকে পরে খোমেনি স্মৃতি জাদুঘরে পরিণত করা হয়। আগুনে বাড়িটির ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

Link copied!