করোনার টিকা নিয়েছেন অং সান সু চি

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৭, ২০২১, ০৯:১৭ পিএম

করোনার টিকা নিয়েছেন অং সান সু চি

মিয়ানমারের ক্ষমতাচ্যুত গণতন্ত্রকামী নেত্রী অং সান সু চি করোনাভাইরাসের টিকা নিয়েছেন। মঙ্গলবার (৬ জুলাই) সু চি’র আইনজীবী বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সু চির আইনজীবী গণমাধ্যমকে এতথ্য জানালেও ৭৬ বছর বয়সী সু চি কবে করোনার টিকার ডোজগুলো নিয়েছেন ও তাকে কোন টিকা দেওয়া হয়েছে তা স্পষ্ট জানা যায়নি।

মিয়ানমারজুড়ে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধির মধ্যেই দেশটির গণতন্ত্রপন্থি নেত্রীকে টিকা দেওয়া সম্পন্ন করল ক্ষমতাসীন সামরিক জান্তা।

ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর থেকেই এর প্রতিবাদে দেশটির স্বাস্থ্যকর্মীরা ধর্মঘট শুরু করে, এতে সেখানকার চিকিৎসা ব্যবস্থা অনেকটা অকার্যকর হয়ে আছে।

মিয়ানমারের পাঁচ কোটি ৪০ লাখ জনসংখ্যার মধ্যে মাত্র দুই দশমিক আট শতাংশ পুরোপুরি টিকার আওতায় এসেছে। দেশটিতে এ পর্যন্ত ৩৫ লাখ ডোজের মতো করোনাভাইরাস টিকা বিতরণ করা হয়েছে।

এ পর্যন্ত প্রতিবেশী ভারত ও চীন থেকে যথাক্রমে ১৫ লাখ ও পাঁচ লাখ করোনাভাইরাস টিকা পেয়েছে মিয়ানমার। দেশটি আরও টিকা পাওয়ার চেষ্টায় আছে।

মঙ্গলবার দেশটিতে রেকর্ড তিন হাজার ৬০২ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। মিয়ানমারের সংক্রমণ সীমান্ত পেরিয়ে প্রতিবেশী দেশ চীনের রুইলি শহরেও ছড়িয়েছে, একইদিন সেখানে ১৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।

সূত্র: রয়টার্স।

Link copied!