কিউবায় বৈধতা পেল সমকামী বিয়ে, সারোগেসি

আন্তর্জাতিক ডেস্ক

সেপ্টেম্বর ২৭, ২০২২, ০৯:২৯ পিএম

কিউবায় বৈধতা পেল সমকামী বিয়ে, সারোগেসি

ক্যারিবীয় দ্বীপদেশ কিউবায় গণভোটে সমকামী বিয়েকে বৈধতা দেওয়ার পক্ষে রায় দিয়েছে দেশটির জনগণ। বিবিসি এক প্রতিবেদনে জানায়, গত রবিবার দেশটির প্রায় দুই তৃতীয়াংশ নাগরিক পারিবারিক আইনের (ফ্যামিলি কোড) সংষ্কারে অনুমোদন দিয়েছে।

এর ফলে দেশটিতে এখন সারোগেসির (সন্তান জন্ম দিতে গর্ভ ভাড়া নেওয়া) সুযোগ মিলবে, সমকামী পুরুষ দম্পতিও বাচ্চা দত্তক নেওয়ার অধিকার পাবে।

কিউবা সরকার সময়ের সঙ্গে তাল মিলিয়ে নতুন ‘ফ্যামিলি কোড’ বা পরিবার পরিকল্পনা আইন প্রণয়নের উদ্যোগ নেয়। সেখানে সমলিঙ্গ বিয়ের, পাশাপাশি সমকামী দম্পতিদের সন্তান দত্তক নেয়ার অধিকার, সারোগেসিকে বৈধ করার মতো সব বৈপ্লবিক পরিবর্তনের কথা বলা হয়। যদিও এই বিপুল পরিবর্তন দেশের মানুষের উপর চাপিয়ে দিতে চায়নি মিগুয়েল দিয়াজ ক্যানেলের কমিউনিস্ট সরকার। তারা সংবিধান মেনে গণভোটের সিদ্ধান্ত নেয়। সোমবার সেই গণভোটের ফল প্রকাশিত হয়েছে।

ফলাফলে দেখা যায়, ভোটের ৬৬ শতাংশ রায়ই সংস্কারের পক্ষে পড়েছে। যদিও সংস্কার অনুমোদিত হতে ৫০ শতাংশ ভোটের সমর্থন থাকলেই হতো।

বহু মানুষ সমকামী বিয়ের পক্ষে সমর্থন জানালেও বিপুল সংখ্যক মানুষ এর বিরোধিতা করছেন। বিশেষ করে কট্টর খিস্টান, এমনকী ধর্মবিশ্বাসী নন এমন অনেক রক্ষণশীলও সমকামিতাকে বৈধতা দেওয়ার পক্ষে নন।

Link copied!