জাতিসংঘ মহাসচিব করোনা আক্রান্ত

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ৯, ২০২১, ০৩:৪১ পিএম

জাতিসংঘ মহাসচিব করোনা আক্রান্ত

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (৭ ডিসেম্বর) জাতিসংঘের এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কয়েকদিনের জন্য আইসোলেশনে যাবেন মহাসচিব। সে কারণে কয়েক দিনের ব্যক্তিগত বৈঠক এবং কর্মসূচি বাতিল ঘোষণা করা হয়েছে।

এদিকে, বুধবার (৮ ডিসেম্বর) নিউইয়র্কের ম্যানহাটানে জাতিসংঘ প্রেস অ্যাসোসিয়েশনের বার্ষিক গালা অনুষ্ঠানে এবং বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) অনুষ্ঠেয় নিরাপত্তা পরিষদের বৈঠকে তার যোগ দেওয়ার কথা ছিল।

তবে, এ ব্যাপারে মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি। এর কয়েকদিন আগে করোনা ভ্যাকসিনের তৃতীয় ডোজ নিয়েছিলেন অ্যান্তোনিও গুতেরেস।

Link copied!