রাশিয়ার ভাড়াটে যোদ্ধা সরবরাহকারী প্রতিষ্ঠান ভাগনার গ্রুপের বিদ্রোহের দুই সপ্তাহ পর প্রথমবারের মতো প্রকাশ্যে এসেছেন রুশ সেনাবাহিনীর শীর্ষ জেনারেল ভ্যালেরি গেরাসিমভ।
সম্প্রতি একটি ভিডিওতে সেনাদের ইউক্রেনের ক্ষেপণাস্ত্র ধ্বংস করার নির্দেশ দিতে দেখা যায় তাকে। সোমবার প্রকাশিত ব্রিটেনের গণমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ওই ভিডিওতে দেখা যায় চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভ রাশিয়ার শীর্ষ জেনারেলদের নিয়ে বৈঠক করছেন। ওই বৈঠকে দেশটির শক্তিশালী সামরিক গোয়েন্দা সংস্থার (জিআরইউ) কর্মকর্তরাও উপস্থিত ছিলেন। এক ভিডিওকলে জেনারেল গেরাসিমভকে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র ধ্বংস করার নির্দেশ দিতে দেখা গেছে।
ওই ভিডিও ফুটেজে জেনারেল গেরাসিমভকে রাশিয়ার সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফদের প্রধান এবং ইউক্রেনের মস্কো বাহিনীর কমান্ডার হিসেবে উল্লেখ করা হয়। ভাগনার বিদ্রোহের আগেও তিনি একই পদে ছিলেন। এই ভিডিও ফুটেজে প্রমাণিত হয়, ভাগনার গ্রুপ প্রধান ইয়েভগেনি প্রিগোজিনের দাবি সত্ত্বেও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শীর্ষ জেনারেল ভ্যালেরি গেরাসিমভ ও প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুকে স্বপদে বহাল রেখেছেন। এর আগে গুজব ছড়িয়ে পড়ে, তাদের দুইজনকে অপসারণ করেছেন পুতিন প্রশাসন।