ধ্বংসস্তূপ থেকে মুক্তি পেল পোষাপাখি

আন্তর্জাতিক ডেস্ক

ফেব্রুয়ারি ১২, ২০২৩, ০১:০০ এএম

ধ্বংসস্তূপ থেকে মুক্তি পেল পোষাপাখি

তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে হাজারো ঘরবাড়ি। উদ্ধার কার্যক্রম চলছে এখনো। এখন পর্যন্ত ২৪ হাজারেরও অধিক মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মানুষের সাথে পোষা প্রাণীগুলোও চাপা পড়ে আছে ধ্বংসস্তূপের নিচে। উদ্ধার কার্যক্রম চালাতে গিয়ে জীবিত অবস্থায় খাঁচাবন্দি বাজরিগার পাখিদের পেলো উদ্ধারকর্মীরা।

বিবিসির এক প্রতিবেদনে জানা যায়, দক্ষিণ তুরস্কের হাতেই শহর থেকে পোষা পাখি হিসেবে জনপ্রিয় এই পাখিগুলোকে উদ্ধার করা হয়।

bird

পাখিগুলোকে উদ্ধার করার পর সুস্থতা আনতে পানি খাওয়ান উদ্ধারকর্মীরা। ছোট্ট এই প্রাণগুলোকে জীবিত পেয়ে উদ্ধারকর্মীদের মনে শান্তি ফিরে আসে।

৬ ফেব্রুয়ারি তুরস্ক-সিরিয়া সীমান্ত অঞ্চলে হয়ে যাওয়া ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে দুটি দেশেই হাজার হাজার ভবন ধসে পড়েছে। জীবিত উদ্ধারের আশা নিয়েই এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। প্রাণের সন্ধান পেলে সবার মুখেই যেন জয়ের হাসি ফুটে উঠছে।

Link copied!