নির্বাচিত হলে লা পেন ফ্রান্সে গৃহযুদ্ধ বাধাবেন: ম্যাক্রোঁ

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ২১, ২০২২, ০৪:০৮ পিএম

নির্বাচিত হলে লা পেন ফ্রান্সে গৃহযুদ্ধ বাধাবেন: ম্যাক্রোঁ

প্রেসিডেন্ট প্রার্থী ম্যারিন লা পেন ক্ষমতায় এলে ফ্রান্সে গৃহযুদ্ধ বাধাবেন বলে  মন্তব্য করেছেন বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

প্যান আরব সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল আল আরাবিয়ার খবরে বলা হয়, স্থানীয় সময় গতকাল দুই প্রেসিডেন্ট প্রার্থী এমানুয়েল ম্যাক্রোঁ ও ম্যারিন লা পেনের মধ্যে অনুষ্ঠিত টিভি বিতর্কে ম্যাক্রোঁ এ মন্তব্য করেন।

ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, “ম্যারিন লা পেন ক্ষমতায় এলে ফ্রান্সে গৃহযুদ্ধ বাধাবেন তিনি।কারণ, কট্টর ডানপন্থি এ প্রেসিডেন্ট প্রার্থী কথা দিয়েছেন- নির্বাচনে জিতেই মুসলিম নারীদের হিজাব নিষিদ্ধ করবেন।”

ইমানুয়েল আরও বলেন,  “আর এটা করতে গেলেই দেশজুড়ে একটা ধর্মীয় উত্তেজনা সৃষ্টি হবে।যা ফ্রান্সকে একটা গৃহযুদ্ধের দিকে ঢেলে দিতে পারে।”

প্রসঙ্গত, আগামী ২৪ এপ্রিল এমানুয়েল ম্যাক্রোঁ ও ম্যারিন লা পেন প্রেসিডেন্ট পদে চূড়ান্ত ও শেষ ধাপের নির্বাচনে লড়বেন।

গত ১০ এপ্রিল অনুষ্ঠিত প্রথম দফার নির্বাচনে প্রেসিডেন্ট পদে ১২ প্রার্থী অংশ নেন। এদের মধ্যে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ প্রথম রাউন্ডে ২৯ শতাংশ এবং ম্যারিন লা পেন ২৪ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় দফার নির্বাচনে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেন।

প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ উদার অর্থনীতি এবং বৈশ্বিক দৃষ্টিভঙ্গি নিয়ে নির্বাচনে লড়েছেন বলে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে। ইউক্রেন যুদ্ধের আগ পর্যন্ত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রকাশ্য প্রশংসাকারী ছিলেন তিনি।

অন্যদিকে, ডানপন্থী ম্যারিন লা পেন কয়েক মাস ধরেই ফ্রান্সের শহর ও গ্রামে প্রচার চালিয়েছেন। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির ওপর জোর দেওয়াসহ হিজাব বন্ধের ঘোষণাসহ ইসলামবিরোধী প্রচারনা চালিয়ে গেছেন তিনি।

Link copied!