দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদ প্রথা বিলোপের অন্যতম নেতা শান্তিতে নোবেল বিজয়ী ব্যক্তিত্ব ডেসমন্ড টুটু মারা গেছেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা।
স্থানীয় সময় রবিবার (২৬ ডিসেম্বর) ৯০ বছর বয়েসে মারা যান শান্তিতে নোবেলজয়ী দক্ষিণ আফ্রিকার আর্চবিশপ ডেসমন্ড টুটু।
বর্ণবৈষম্য প্রথা বিলুপ্ত করার সংগ্রামে ভূমিকা রাখায় ১৯৮৪ সালে নোবেল পুরস্কার পার ডেসমন্ড টুটু। টুটু ছিলেন দেশ-বিদেশের অন্যতম পরিচিত ব্যক্তিত্ব। দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ-বিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার সমসাময়িক ছিলেন ডেসমন্ড টুটু।
টুটুর মৃত্যুতে শোক প্রকাশ করে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বলেছেন, “আর্চবিশপ ডেসমন্ড টুটু একটি স্বাধীন দক্ষিণ আফ্রিকা অর্জনে সহায়তা করেছিলেন। তিনি ছিলেন একজন আইকনিক আধ্যাত্মিক নেতা। ছিলেন বর্ণবাদ-বিরোধী কর্মী ও বিশ্ব মানবাধিকারের প্রচারক।”
টুটুকে একজন নীতিমান ও বাস্তববাদী নেতা হিসেবে বর্ণনা করেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট বলেন, “টুটু ছিলেন বর্ণবাদের শক্তির বিরুদ্ধে অসাধারণ বুদ্ধি, সততা ও অপরাজেয় একজন মানুষ ছিলেন তিনি।”