বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের রক্ষায় মোদীর হস্তেক্ষেপ চাইলেন শুভেন্দু

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ১৪, ২০২১, ০৮:১১ পিএম

বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের রক্ষায় মোদীর হস্তেক্ষেপ চাইলেন শুভেন্দু

পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশের দুর্গা পূজার সময় ঘটে যাওয়া বিচ্ছিন্ন সহিংসতার প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ কামনা করেছেন। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) নরেন্দ্র মোদীর কাছে লেখা এক চিঠিতে তিনি এই আহ্বান জানান। 

চিঠিতে ভারতের প্রধানমন্ত্রীর কুশল কামনা করে শুভেন্দু লিখেন, ‘বাংলাদেশে শারদীয় দুর্গোৎসবের সময় ঘটে যাওয়া সহিংসতার বিষয়ে আমি আপনার মনোযোগ আকর্ষণ করতে চাই। দুষ্কৃতিকারীরা বাংলাদেশের বেশ কয়েকটি পূজা মণ্ডপে হামলা চালিয়েছে‘।

মোদীকে লেখা শুভেন্দুর চিঠি। 

এর প্রেক্ষিতে শুভেন্দু বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের অধিকার রক্ষায় মোদীর তড়িৎ ও প্রয়োজনীয় পদক্ষেপ কামনা করেন।

শুভেন্দু এই সময়ে বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের পরিস্থিতি খুবই করুণ উল্লেখ করে বলেন, বিভিন্ন সময়ে বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের ভারতে থাকা অনেক আত্মীয়রা উদ্বেগ প্রকাশ করে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

Link copied!