ভাগনারের বিদ্রোহ দমনের পর প্রথম জনসমক্ষে এসে বড় কানওয়ালা কার্টুন আঁকলেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক

জুন ৩০, ২০২৩, ১১:৩৫ পিএম

ভাগনারের বিদ্রোহ দমনের পর প্রথম জনসমক্ষে এসে বড় কানওয়ালা কার্টুন আঁকলেন পুতিন

ভাড়াটে যোদ্ধা সরবরাহকারী প্রতিষ্ঠান ভাগনার গ্রুপের বিদ্রোহ নিয়ন্ত্রণে আনার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আছেন ফুরফুরে মেজাজে। ওই বিদ্রোহের ঘটনার পর এই প্রথম তিনি জনসমক্ষে এলেন এবং কার্টুনও আঁকলেন। গতকাল বৃহস্পতিবার মস্কোতে প্রযুক্তিপণ্যের একটি প্রদর্শনীতে গিয়ে বড় সাদা বোর্ডে পুতিনকে বড় কানওয়ালা হাস্যোজ্জ্বল মুখের একটি কার্টুন আঁকতে দেখা গেল!

নিউজউইকের একটি রিপোর্টের বরাত দিয়ে রাশিয়ার বার্তা সংস্থা তাস জানাচ্ছে, নেক্সটাচ কোম্পানির প্রদর্শিত টাচস্ক্রিনের সর্বশেষ প্রযুক্তি দেখতে পুতিন ওই অনুষ্ঠানে যান। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে পুতিনের এই কার্টুন আঁকার একটি ভিডিও চিত্র প্রকাশ হয়েছে। ওই ভিডিও চিত্রে দেখা যায়, পুতিন গণিতের সমীকরণ লেখা একটি সাদা বোর্ডের কাছে যাচ্ছেন। এরপর তিনি কার্টুন আঁকছেন।

টুইটারে ওই ভিডিও পোস্টে অনেকেই মন্তব্য করেছেন। কেউ কেউ পুতিনকে উপহাসও করেছেন। অনেকেই কার্টুনটিকে মার্কিন অ্যানিমেটেড কমেডি টেলিভিশন সিরিজের চরিত্র স্পঞ্জ বব স্কয়ার প্যান্টের মতো বলে মন্তব্য করেছেন।

তাসের একটি রিপোর্টে বলা হয়েছে, পুতিনের আঁকা কার্টুন চরিত্রটির মাথায় ঢেউখেলানো চুল ও বড় কান আছে। চলে যাওয়ার সময় নেক্সটাচ প্রতিষ্ঠানটির নির্বাহী অটোগ্রাফ চাইলে পুতিন কার্টুনটি আঁকেন।

এই কার্টুন আঁকার বিষয়ে রাশিয়ার কোনো কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি বলে নিউজউইকের প্রতিবেদনে বলা হয়েছে। কার্টুনটি আঁকার পর নিচে নিজের নাম লিখতে ভোলেননি পুতিন। এ সময় আশপাশে জড়ো হওয়া সবাই হাততালি দিয়ে প্রেসিডেন্টকে স্বাগত জানান।

সূত্র: তাস

Link copied!