রাশিয়ায় ভাগনার গ্রুপের বিদ্রোহ নিয়ে যে প্রতিক্রিয়া জানাল চীন

আন্তর্জাতিক ডেস্ক

জুন ২৬, ২০২৩, ০৬:৪৬ পিএম

রাশিয়ায় ভাগনার গ্রুপের বিদ্রোহ নিয়ে যে প্রতিক্রিয়া জানাল চীন

সংগৃহীত ফাইল ছবি

জাতীয় স্থিতিশীলতা রক্ষাসহ উন্নয়ন-সমৃদ্ধি অর্জনে রাশিয়ার প্রচেষ্টাকে চীন সব সময়  সমর্থন করে। সম্প্রতি রাশিয়ার সেনাবাহিনী ও পুতিন প্রশাসনের বিরুদ্ধে রুশ ভাড়াটে বাহিনী ভাগনার গ্রুপের বিদ্রোহ নিয়ে প্রথমবারের মতো দেওয়া প্রতিক্রিয়ায়  চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা বলা হয়।

গতকাল রবিবার রাতে প্রথম আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়, একটি নতুন যুগের ব্যাপক কৌশলগত সহযোগিতার অংশীদার হিসেবে জাতীয় স্থিতিশীলতা রক্ষাসহ উন্নয়ন-সমৃদ্ধি অর্জনে বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী দেশ হিসেবে রাশিয়াকে সমর্থন করে বেইজিং।

পুতিন প্রশাসনের বিরুদ্ধে ভাগনার বাহিনীর বিদ্রোহের ইস্যুটি রাশিয়ার অভ্যন্তরীণ বিষয় বলেও চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়।

প্রসঙ্গত, ভাগনার যোদ্ধাদের ওপর রুশ সেনারা হামলা চালিয়েছে অভিযোগ তুলে গত শুক্রবার রাতে রুশ সামরিক নেতাদের উৎখাত করার ঘোষণা দেন ভাগনার প্রধান প্রিগোজিন। বিদ্রোহ ঘোষণার পর মস্কোর অদূরবর্তী দুটি শহর ও একটি সেনা সদর দখলে নেয় ভাগনার বাহিনী। এরপরই ভাগনার বাহিনী মস্কো অভিমুখে এগিয়ে যায়। তবে বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্দার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় শনিবার রাতে অভিযান বন্ধের ঘোষণা দেন তিনি।

ক্রেমলিনের সাথে সমঝোতা অনুযায়ী ভাগনার গ্রুপের প্রধান প্রিগোশিন বেলারুশে চলে যাবেন। বিদ্রোহের কারণে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার হবে।

ভাগনার গ্রুপের এই বিদ্রোহ ইস্যুতে মস্কোবিরোধী মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানালেও রাশিয়ার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত চীন এ বিষয়ে চুপ থাকে। তবে নিরবতা ভঙ্গ করে গতকাল রবিবার ভাগনার গ্রুপের বিদ্রোহ ইস্যুতে আনুষ্ঠানিকভাবে বিবৃতি দেয় চীন।

Link copied!