রাশিয়ার সরকারের সাথে এক চুক্তির জেরে ট্যাংক, রকেট এবং অন্যান্য ভারী অস্ত্রসহ দুই হাজারের বেশি সামরিক সরঞ্জাম ও আড়াই হাজার টনের বেশি গোলাবারুদ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে ভাড়াটে সেনা দল ভাগনার গ্রুপ।
বুধবার (১২ জুলাই) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতি থেকে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেনকভ বলেন, পরিকল্পনা অনুযায়ী সেনাবাহিনীর অস্ত্র ও সামরিক সরঞ্জাম গ্রহণ প্রক্রিয়া চলছে। হস্তান্তরকৃত শত শত অস্ত্র আগে ব্যবহার করা হয়নি। এগুলো প্রত্যন্ত কিছু এলাকায় পাঠানো হয়েছে। যেগুলোয় সংস্কার প্রয়োজন সেগুলোতে বিশেষ ইউনিট কাজ করছে।
ভ্লাদিমির পুতিনের সাথে একটি সমঝোতার পর ভাগনার গ্রুপের নেতা ইয়েভজেনি প্রিগোঝিন বিদ্রোহ প্রত্যাহার করেন।
২৩-২৪ জুন বিদ্রোহের সময় দক্ষিণ রাশিয়ার শহর রোস্তভ-অন-ডন নিয়ন্ত্রণে নিয়েছিল ভাড়াটে সেনারা এবং মস্কোর দিকে অগ্রসর হওয়ার সময় অজ্ঞাত সংখ্যক সামরিক হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করে তারা।
পরে বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় চুক্তি হয়। সে অনুযায়ী দলটির কাউকে আটক বা বিচারের আওতায় নেয়া হয়নি। বেলারুশে যেতে রাজি হন ওয়াগনার প্রধান প্রিগোঝিন।