শ্রীলঙ্কায় নতুন মন্ত্রিসভা গঠন, উঠল কারফিউ

আন্তর্জাতিক ডেস্ক

মে ১৬, ২০২২, ০৩:৩৪ এএম

শ্রীলঙ্কায় নতুন মন্ত্রিসভা গঠন, উঠল কারফিউ

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে শ্রীলঙ্কায় চলমান কারফিউ তুলে নেওয়া হয়েছে। এর ফলে দীর্ঘদিন ধরে আন্দোলনরত মানুষ কিছুটা স্বাভাবিক জীবনে ফিরেছে। এর আগে, শনিবার রনিল চারজন মন্ত্রীকে নিয়োগ দেন। তাদের সবাই রাজাপক্ষের দলের এমপি। এতে বিক্ষোভকারীরা অসন্তুষ্ট হয়েছেন বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।

এদিকে রবিবার অনেক সরকারি ও বেসরকারি ভবনে বৌদ্ধ ধর্মের প্রতীক নানা রঙের পতাকা উড়তে দেখা যায়। লোকজন পুরো সাদা রঙের পোশাক পরে মন্দিরে প্রার্থনা করতে যান। সেই প্রার্থনায় তারা নিশ্চিতভাবেই দেশে শান্তি কামনা করেছেন।

প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের পদত্যাগের দাবিতে এক মাসেরও বেশি সময় ধরে শ্রীলঙ্কায় গণবিক্ষোভ চলছে। এ আন্দোলনে এখন পর্যন্ত নয়জন নিহত ও তিন শতাধিক আহত হয়েছেন।

গত ৯ মে পদত্যাগ করেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে। মাহিন্দা রাজাপক্ষের পদত্যাগের পর গত ১১ মে শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে রনিল বিক্রমাসিংহেকে নিয়োগ দেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। রনিল শ্রীলঙ্কার রাজনৈতিক দল ইউনাইটেড ন্যাশনাল পার্টির (ইউএনপি) শীর্ষ নেতা। তিনি এর আগে পাঁচবার বিভিন্ন মেয়াদে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ছিলেন।

গত বৃহস্পতিবার নতুন করে শপথ গ্রহণের একদিন পর শনিবার রনিল তার মন্ত্রিসভায় প্রথম নিয়োগ দেন। শ্রীলঙ্কার বর্তমান পার্লামেন্টে রনিলের দল ইউনাইটেড ন্যাশনাল পার্টির একমাত্র এমপি তিনি নিজে। সরকার গঠনের জন্য রাজাপক্ষের দল তাকে সমর্থন দিয়েছে।

Link copied!