সতর্কতা মেনেও কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো কোভিড আক্রান্ত

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১, ২০২২, ০৬:৩৩ এএম

সতর্কতা মেনেও কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো কোভিড আক্রান্ত

নানা সতর্কতা নেওয়ার পরও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। স্থানীয় সময় সোমবার সকালে এক টুইটে বিষয়টি তিনি নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

ট্রুডো লিখেন, আজ সকালে আমার কোভিড-১৯ শনাক্ত হয়েছে। আমি তারপরও ভাল বোধ করছি এবং এই সপ্তাহে স্বাস্থ্যবিধি মেনে দূর থেকে কাজ চালিয়ে যাব। অনুগ্রহ করে সবাই টিকা ও বুস্টার নিন।

এর আগে গত বুধবার করোনা আক্রান্তের সংস্পর্শে আসায় পাঁচদিনের জন্য আইসোলেশনে যাওয়ার কথা জানিয়েছিলেন জাস্টিন ট্রুডো।

ওইদিন এক টুইটে তিনি জানান, বুধবার তিনি করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসেছেন এটা জানতে পারেন। যদিও তার র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় করোনা নেগেটিভ এসেছে। তিনি বাড়িতে অবস্থান করছেন সেই সঙ্গে স্বাস্থ্যবিধি অনুসরণ করছেন।

তবে কানাডার প্রধানমন্ত্রী কীভাবে কোভিড-১৯ পজিটিভ ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন সে বিষয়টি জানাননি।

Link copied!