হন্ডুরাসে সহিংসতায় ২৪ জন নিহত, দুই শহরে কারফিউ জারি

আন্তর্জাতিক ডেস্ক

জুন ২৬, ২০২৩, ০৪:০৯ পিএম

হন্ডুরাসে সহিংসতায় ২৪ জন নিহত, দুই শহরে কারফিউ জারি

সংগৃহীত ছবি

মধ্য আমেরিকার দেশ হন্ডুরাসের দুটি শহরে সহিংসতায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। চলতি সপ্তাহে একটি নারী কারাগারের ভেতর দুই পক্ষের সংঘর্ষে ৪৬ জন নিহতের ঘটনার এক সপ্তাহ পার  না হতেই দেশটিতে আবারও সহিংসতার ঘটনা ঘটলো।

স্থানীয় সময় শনিবার (২৪ জুন) রাতে উত্তরাঞ্চলীয় শহর চোলোমার একটি বিলিয়ার্ডস হলে ও ভ্যালে দে সুলা অঞ্চলে পৃথক এ সহিংসতার ঘটনার পরই ওই দুটি শহরে  কারফিউ জারি করেছে দেশটির সরকার।

সোমবার প্রকাশিত ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। পুলিশের মিডিয়া কর্মকর্তা এডগার্দো বারাহোনার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, শনিবার রাতে দেশটির উত্তরাঞ্চলীয় শহর চোলোমার একটি বিলিয়ার্ডস হলে অস্ত্রধারীরা গুলিবর্ষণ করে। এতে ১৩ জন নিহত এবং আরও একজন গুরুতর আহত হয়। এ ছাড়া একই দিন শিল্পনগরী হিসেবে পরিচিত সান পেড্রো সুলেসহ ভ্যালে দে সুলা অঞ্চলজুড়ে পৃথক সহিংসতার ঘটনায় আন্তত ১১ জন মারা যায়।

দেশের ক্রমবর্ধমান সহিংসতা এড়াতে হন্ডুরাসের প্রেসিডেন্ট জিওমারা কাস্ত্রো আগামী ১৫ দিন চোলোমাতে রাত ৯টা থেকে ভোর ৪টার পর্যন্ত কারফিউ জারি করেছেন।  আর সান পেড্রো সুলেতে কারফিউ কার্যকর হবে ৪ জুলাই থেকে। সহিংসতার ঘটনায় একাধিক অপারেশন, অভিযান, আটক এবং চেকপয়েন্ট স্থাপনের কাজ শুরু করা হয়েছে বলেও এক টুইট বার্তায় জানিয়েছেন হন্ডুরাসের প্রেসিডেন্ট।

প্রসঙ্গত, সম্প্রতি হন্ডুরাসের একটি নারী কারাগারের ভেতর দুই পক্ষের সহিংসতায় অন্তত ৪৬ জনের মৃত্যু হয়। ওই ঘটনার এক সপ্তাহ পার হতে না হতেই দেশটির উত্তরাঞ্চলীয় ওই দুটি শহরে আবারও প্রাণহাণীর ঘটনা ঘটলো।

Link copied!