অগ্নিনির্বাপন ব্যবস্থাপনা না থাকায় পুরান ঢাকার ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

মার্চ ১২, ২০২৪, ০১:৫৯ পিএম

অগ্নিনির্বাপন ব্যবস্থাপনা না থাকায় পুরান ঢাকার ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

পুরান ঢাকায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

অগ্নিনির্বাপন ব্যবস্থাপনা না থাকায় পুরান ঢাকার ৪ প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটির (ঢাদসিক) ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১২ মার্চ) দুপুর থেকে বিকাল পর্যন্ত পুরান ঢাকার কামালবাগের দেবিদাস ঘাট লেনে পরিচালিত এই অভিযানের নেতৃত্ব দেন ঢাদসিক‍‍`র নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম।

অভিযানকালে আদালত প্রথমে ৩০/৬ নং হোল্ডিংয়ের মধুমতি প্লাস্টিক কারখানা পরিদর্শন করে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকার পাশাপাশি ফায়ার সার্ভিসের অগ্নিঝুঁকি সংক্রান্ত অন্যান্য শর্ত পূরণ না করায় এক লাখ টাকা জরিমানা করা হয়।

পরবর্তীতে আদালত অগ্নিনির্বাপন ব্যবস্থাপনা ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় পার্শ্ববর্তী শরীফ প্লাস্টিক কারখানাকে দুই লাখ টাকা এবং অন্য আরও দুটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে জরিমানা আরোপ ও আদায় করেন।

সব মিলিয়ে আদালত আজকের অভিযানে চারটি প্রতিষ্ঠানকে সর্বমোট ৪ লাখ জরিমানা করে।

অভিযানকালে অন্যান্যের মধ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের লালবাগ জোনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর এস এম সানাউল্লাহ উপস্থিত ছিলেন।

Link copied!