আলমারির ভেতর থেকে কেএনএফের প্রধান সমন্বয়ককে গ্রেপ্তার করা হয়: র‌্যাব

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৭, ২০২৪, ০৬:১২ পিএম

আলমারির ভেতর থেকে কেএনএফের প্রধান সমন্বয়ককে গ্রেপ্তার করা হয়: র‌্যাব

কেএনএফের প্রধান সমন্বয়ক চেওসিম বম র‌্যাবের হাতে গ্রেপ্তার। ছবি: সংগৃহীত

বান্দরবানের বিশেষ অভিযানে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়ক চেওসিম বমকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

আরও পড়ুন: কুকি-চিন নিয়ে ইস্যু খুঁজছে বিএনপি: ওবায়দুল কাদের

রোববার (৭ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে বান্দরবান সদরের সুয়ালক ইউনিয়নের শ্যারনপাড়া থেকে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে র‌্যাব। সংস্থাটি জানায়, কেএনএফের কেন্দ্রীয় কমিটির অন্যতম প্রধান সমন্বয়ক চেওসিম বমকে গ্রেপ্তার করা হয়েছে। নিজ ঘরে আলমারির ভেতর লুকিয়ে ছিলেন তিনি। র‌্যাবের বিশেষ দল সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন: কেএনএফের প্রধান সমন্বয়কসহ দুজন গ্রেপ্তার

একই দিন বান্দরবানের থানচি ও রুমায় কয়েক দফা সন্ত্রাসী হামলার পর সেখানে বিচ্ছিন্নতাবাদীদের দমনে যৌথ বাহিনীর কম্বিং অপারেশন শুরুর কথা এক ব্রিফিংয়ে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘এরই মধ্যে কম্বিং অপারেশন শুরু হয়েছে। বিভিন্ন বাহিনী সম্মিলিতভাবে এ কার্যক্রম পরিচালনা করছে। অভিযানের সফলতার জন্য নিরাপত্তার প্রয়োজনে সব বিষয় আমরা প্রকাশ না করলেও জনসাধারণের যেটুকু জানা প্রয়োজন আমরা তা গণমাধ্যমের কাছে প্রকাশ করবো।’

আরও পড়ুন: সার্বভৌমত্ব রক্ষার জন্য যা করা দরকার তাই করা হবে: সেনাপ্রধান

উল্লেখ্য, ২ এপ্রিল রাতে বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকের শাখায় ফিল্মি কায়দায় হামলা চালিয়ে টাকা লুট করে সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)। এ সময় ব্যাংক ম্যানেজারকে অপহরণ করা হয়।আগের রাতের এ ঘটনার রেশ কাটতে না কাটতেই পরদিন ৩ এপ্রিল সকালে থানচি উপজেলার সোনালী ব্যাংক ও বাংলাদেশ কৃষি ব্যাংকের শাখায় ডাকাতির ঘটনা ঘটে। পরে এসব ঘটনায় সাতটি মামলা করা হয়। তবে এ মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) কোনো নেতা ও সশস্ত্র সদস্যদের নাম উল্লেখ করে আসামি করা হয়নি।

Link copied!